সংসারজীবনে সানা
১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে বলিউড অভিনেত্রী সানা খান অক্টোবরে জানিয়েছিলেন, অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এ ঘোষণার মাস না গড়াতেই গত ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ। ১৮ নভেম্বর ছিল তাঁর মেহেদি অনুষ্ঠান। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের আগে যোগ করেছেন স্বামীর নাম। ইনস্টাগ্রামে এখন তাঁর নাম দেখা যাচ্ছে সাইয়িদ সানা খান। ইনস্টাগ্রামে মেহেদি ও বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। একঝলকে দেখে নিন সানার দারুণ কিছু আলোকচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে

১ / ১২

২ / ১২

৩ / ১২

৪ / ১২

৫ / ১২

৬ / ১২

৭ / ১২

৮ / ১২

৯ / ১২

১০ / ১২

১১ / ১২

১২ / ১২