ঘর বাঁধলেন স্পর্শিয়া
নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। পাত্র সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। স্পর্শিয়ার স্বামী সিলেটের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন। ছবি অর্চিতা স্পর্শিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম খেকে নেওয়া

১ / ৪

২ / ৪

৩ / ৪

৪ / ৪