লালগালিচায় শুভ্রতা ছড়ালেন ঐশ্বরিয়া
ফ্রান্সে ৭২তম কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় ক্যামেরাবন্দি হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সে সময় হাত নেড়ে অভিবাদন জানান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। ‘লা বেল এপোক’ ছবির প্রদর্শনীতে আসেন তিনি। সাদা পোশাকে নীল চোখে কালো কাজলের ঝলকানিতে ঐশ্বর্যকে লাগছিল মায়াবিনী হরিণী। ছবিটি সোমবার ২০ মে, ২০১৯ তোলা। ছবি : রয়টার্স

১ / ৫

২ / ৫

৩ / ৫

৪ / ৫

৫ / ৫