বিউটি কুইন ঊর্বশী
নজরকাড়া সৌন্দর্য দিয়ে মনোযোগের সবটুকু নিজের দিকে টেনে নিতে জানেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ২০১৫ সালে মিস দিভা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা ঊর্বশী প্রায়ই আবেদনময়ী ভঙ্গিতে ক্যামেরার সামনে হাজির হন। ঊর্বশী অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘পাগলপন্তি’। ছবির প্রচারের জন্য সম্প্রতি মুম্বাইয়ে হাজির হন ঊর্বশী। আর সেখানেই তাঁকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে ‘পাগলপন্তি’।
ছবি : আইএএনএস
১ / ৫

২ / ৫

৩ / ৫

৪ / ৫

৫ / ৫