ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধান কাটার ধুম পড়েছে। এরই মধ্যে জেলার নয়টি উপজেলার কৃষকেরা রোপা আমন ধান কাটা শুরু করেছে। ধান কেটে আটি বেঁধে নেওয়া হচ্ছে বাড়ির উঠানে, কেউবা মাঠের পাশেই করছেন মাড়াইয়ের কাজ। এ যেন এক অন্য রকম দৃশ্য। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক ও কিষাণিরা। ছবি : ফোকাস বাংলা