ঝিনাইদহে বিশ্বমানের দৃষ্টিনন্দন “বেলাট মসজিদ”
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামে নির্মাণ করা হয়েছে বিশ্বমানের দৃষ্টিনন্দন “বেলাট মসজিদ”। সুবিশাল এলাকাজুড়ে উন্নত ইসলামিক রাষ্ট্রের আদলে তৈরী করা হয়েছে মসজিদটি। দুই একর জমির ওপর ২০১৯ সালের শেষের দিকে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০২২ সালের জানুয়ারি মাসে শেষ হয়। সে বছরই মসজিদটি উদ্বোধন করা হয়। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন।
সাদা ও হালকা আকাশি রঙের সংমিশ্রণে নির্মিত বেলাট মসজিদটি সাজানো হয়েছে আধুনিক দৃষ্টিনন্দন কারুকাজ দিয়ে। মসজিদটির চারপাশের প্রাচীরেও রয়েছে ব্যতিক্রমী নকশা। মসজিদে প্রবেশের ডানে পাশে রয়েছে বিশাল গোরস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান। ছবি : মনজুরুল আহসান , ঝিনাইদহ (সদর- কালীগঞ্জ- কোটচাঁদপুর)

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬