রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপ বাংলার প্রায় হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের নাম। একসময়ের ভ্রাম্যমাণ বিনোদনের বাক্স, বায়োস্কোপের দিন ফুরিয়েছে অনেক আগেই। কাঠের বাক্সে চোখ লাগিয়ে গানের তালে ছবি দেখার দৃশ্য নগরজীবনে এখন আর চোখেই পড়ে না। কিন্তু ঐতিয্য চেনাতে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন মোঃ মাঈন উদ্দিন (৫২)।
বিলীন প্রায় দূর্লব বস্তু বায়োস্কোপের দেখা মিলেছে কিশোরগঞ্জে। নতুন প্রজন্মের কাছে বায়োস্কোপ পরিচয় করিয়ে কিছু অর্থ উপার্জনের আশায় কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আওটারে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলায় রাজধানী ঢাকা থেকে এসেছেন মোঃ মাঈন উদ্দিন (৫২)। পড়নে তার বাহারি রঙিন পোশাক, একহাতে খঞ্জনি ও অন্য হাতে বায়োস্কোপের রিলেরে চাবি ঘোরানো আর গানের তালে বাক্সের ভেতর পাল্টে যায় ছবি। যা দেখে গল্পের জগতে যেন হারিয়ে যায় ছেলে বুড়ো সবাই। সরেজমিনে মেলায় দেখা গেছে, মাঈন উদ্দিনের বায়োস্কোপ ঘিরে উৎসুক মানুষের ভিড়। কেউ কেউ বায়োস্কোপের ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে। অভিভাবকরা দাঁড়িয়ে থেকে শিশুদের দেখাচ্ছেন বায়োস্কোপ, সেই সাথে নিজেরাও ফিরে যাচ্ছেন শৈশবের সেই স্মৃতিতে। ছবি :রাকিব মিয়া, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর প্রতিনিধি




