ছবিতে ডা. মিলন দিবস
আজ ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস। ডা. মিলনের পুরো নাম ডা. শামসুল আলম খান মিলন। ১৯৯০ সালের আজকের দিনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘাতকদের গুলিতে শহীদ হন তিনি। আজ সোমবার ডা. মিলনের ৩৩তম মৃত্যুবার্ষিকী। এদিন মিলনের পরিবার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাঁর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
ডা. মিলন ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ছিলেন ডা. শামসুল আলম খান মিলন। তিনি যেদিন শহীদ হন সেদিনই দেশে জরুরি আইন ঘোষণা করা হয়। কিন্তু জরুরি আইন, কারফিউ উপেক্ষা করে ছাত্র-জনতা মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনে স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।









