বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আপিল শুনানি চলাকালে আজ বৃহস্পতিবার হাইকোর্টে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। একপর্যায়ে তাঁরা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে আদালত চত্বরে ঢুকতে চাইলে বাধা দেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।