মহাকাশ গিয়ে গান গেয়ে এলেন কেটি

মহাকাশ ঘুরে এসেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। ধনকুবের জেফ বেজসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন-এর ‘নিউ শেপার্ড’ রকেটে চড়ে মহাকাশে গিয়েছিলেন তিনি। এই সফরে মোট ছয়জন নারী ছিলেন। মহাকাশযাত্রার ইতিহাসে এবারই প্রথম কোনো নারী সেখানে বিচরণ করে এলেন।
কেটি পেরি ছাড়া বাকি পাঁচ নারী হলেন জেফ বেজসের বাগদত্তা লরেন সানচেজ, সংবাদকর্মী গাইল কিং, আইনজীবী অ্যামান্ডা নুয়েন, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আইশা বোয়ি ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়েন ফ্লিন।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মোট ১১ মিনিট এটি শূন্যে ছিল। ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটারেরও বেশি ওপরে উঠেছিল মহাকাশযানটি। মহাকাশে গিয়ে নিজের ‘হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ গানটি গেয়েছেন সহযাত্রীদের নিয়ে।
পৃথিবীতে ফিরে প্রথমেই ভূ-পৃষ্ঠে চুমু খেয়েছেন পেরি। হাঁটু গেড়ে ঝুঁকে মাটিতে এঁকে দেন পরম ভালোবাসার স্পর্শ। এরপর এক্স-এ লিখেছেন, ‘ঘরের মতো কোনো জায়গা হয় না।’ অর্থাৎ ঘরে ফিরে তিনি প্রশান্তি অনুভব করছেন।
মহাকাশযান থেকে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেরি জানান, তাঁর চার বছরের কন্যা ডেইজির জন্য এই সফরে গেছেন তিনি।
২০২১ থেকে শুরু করে এ পর্যন্ত ১০টি ফ্লাইটে মোট ৫২ জন মানুষ ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে মহাকাশ ঘুরে এসেছেন। প্রথম সফরে প্রতিষ্ঠানের মালিক জেফ বেজস নিজেও ছিলেন।