চূড়ান্ত তালিকা

অস্কার পেলেন যাঁরা

Looks like you've blocked notifications!
অস্কার হাতে লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি : রয়টার্স

শ্রেষ্ঠ ছবি ‘স্পটলাইট’। ডিরেক্টোরিয়াল সিগনেচারে গত বছরের মতো এবারেও টেক্কা মেরে দিলেন আলেহান্দ্রো গনজালভেজ ইনারিতু, ‘বার্ডম্যান’-এর পর এইবারে ‘দ্য রেভেন্যান্ট’। বহু জল্পনা-কল্পনা পেরিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও পেলেন তাঁর ক্যারিয়ারের প্রথম অস্কার। ‘রুম’ দিয়ে সেরা অভিনেত্রী ব্রি লারসন।

 

অস্কারজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন একনজরে—

শ্রেষ্ঠ চলচ্চিত্র

স্পটলাইট

সেরা অভিনেত্রী

ব্রি লারসন (রুম)

সেরা অভিনেত্রী (পার্শ্ব)

অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ড্যানিশ গার্ল)

সেরা অভিনেতা

লিওনার্দো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)

সেরা অভিনেতা (পার্শ্ব)

মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইজ)

শ্রেষ্ঠ পরিচালক

আলেহান্দ্রো গনজালভেজ ইনারিতু (দ্য রেভেন্যান্ট)

সেরা চিত্রনাট্য (অনূদিত)

দ্য বিগ শর্ট—চার্লস র‍্যান্ডলফ, অ্যাডাম ম্যাকাই

সেরা চিত্রনাট্য (মৌলিক)

স্পটলাইট—জশ সিংগার, টম ম্যাকার্থি

সিনেম্যাটোগ্রাফি

ইমানুয়েল লুবেজকি—দ্য রেভেন্যান্ট

কস্টিউম ডিজাইন

জেনি বেভান—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

শ্রেষ্ঠ অ্যানিমেশন

ইনসাইড আউট

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র

অ্যামি

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)

আ গার্ল ইন দ্য রিভার : দ্য প্রাইস অব ফরগিভনেস

সম্পাদনা/এডিটিং

মার্গারেট সিক্সেল—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র (ইংরেজি ব্যতীত ভিন্ন ভাষার)

সন অব সল (হাঙ্গেরি)

প্রোডাকশন ডিজাইন

লিসা থম্পসন, কলিন গিবসন - ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

রূপসজ্জা/মেকআপ

লেসলি ভ্যান্ডারভল্ট, এলকা ওয়ার্ডেগা, ড্যামিয়ান মার্টিন—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

আবহসংগীত (মৌলিক)

ইনিও মোরিকোন (দ্য হেইটফুল এইট)

সেরা গান (মৌলিক)

রাইটিং অন দ্য ওয়াল (স্পেক্টর)-জিমি নেপস, স্যাম স্মিথ

শব্দ সম্পাদনা/সাউন্ড এডিটিং

মার্ক মানজিনি, ডেভিড হোয়াইট—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

সাউন্ড মিক্সিং

গ্রেগ রুডলফ, মার্ক জেনকিন্স, বেন অসমো- ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

ভিজ্যুয়াল ইফেক্টস

এক্স মেশিনা

সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য)

বিয়ার স্টোরি

স্বল্পদৈর্ঘ্য ছবি (লাইভ অ্যাকশন)

স্টাটারার