Beta

সারার কাণ্ডে লজ্জায় মুখ ঢাকলেন মা!

১২ অক্টোবর ২০১৯, ১১:২৯

অনলাইন ডেস্ক
মায়ের সঙ্গে রেস্তোরাঁয় বিশাল দোসা খেয়েছেন সারা। ছবি : সংগৃহীত

মেয়ে সারা আলি খানের কাণ্ডে লজ্জায় মুখ ঢাকলেন অমৃতা সিং! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। জানেন, কী কাণ্ড করেছেন নবাবনন্দিনী?

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সারা আলি খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর টেবিলে বিশাল এক দোসা আর তার সামনে মুখ ঢেকে বসে আছেন তাঁর মা অমৃতা সিং।

খাওয়ার জন্য বিশাল দোসাটি অর্ডার দিয়েছিলেন সারা আলি খান। মেয়ের এই কাণ্ডে ক্যামেরার সামনে মুখ লুকান মা অমৃতা সিং।

ভিডিওটি শেয়ারের পরেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। ইনস্টাগ্রামে সারার ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৫১ লাখ ৮৫ হাজারের বেশিবার।

মা বিশাল দোসার সামনে বসে আছেন। এই অবস্থায় মায়ের ভিডিও করেন সারা। ক্যাপশনে সারা লিখেছেন, ‘মা আর আমি যখন খাবার খেতে বাইরে গিয়েছিলাম, ডায়েটের কথা মাথায়ই আসেনি। এত খাবার খাওয়া সহজ কাজ নয়। যাঁরা খাওয়া প্রতিযোগিতায় নাম দেন, তাঁরাও সহজে এত খেতে পারবেন না।’

গেল বছরের ডিসেম্বরে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন সারা আলি খান। পরের ছবি ‘সিম্বা’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়। দুটো ছবি দিয়েই কোটি মানুষের হৃদয় জয় করেছেন সারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য ভক্ত তাঁর। হাতে রয়েছে একাধিক ছবি।

Advertisement