Beta

ফেসবুকে ‘দেশলাই কাঠি’ জ্বালিয়ে ভাইরাল অর্পিতা!

২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

অনলাইন ডেস্ক
ভারতের উঠতি কণ্ঠশিল্পী অর্পিতা দে। ছবি : সংগৃহীত

ফের অন্তর্জাল কাঁপালেন ভারতের উঠতি গায়িকা অর্পিতা দে। এবার কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের কালজয়ী গান ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গেয়ে ঝড় তুললেন তিনি।

রাহুল দেববর্মণের সুরে অনবদ্য গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। গানটি আজও সব মহলের প্রিয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি খালি গলায় গেয়ে ফেসবুকে ঝড় তুলেছেন অর্পিতা দে।

এর আগেও অর্পিতার অনেক গান প্রকাশ্যে এসেছে। ‘ও পাখি উড়ে আয়’ গানটিও সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজর কেড়েছিল। নতুন গানটিও আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রানাঘাটের রানু মণ্ডল অন্তর্জালে ভাইরাল হওয়ার পরে ভারতের অনেকেই নিজের গানের প্রতিভা প্রকাশের মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নিচ্ছেন। রেলস্টেশনের রানু ভাইরাল হওয়ার পরে তো বলিউডে পৌঁছে গেছেন। করেছেন প্লেব্যাকও।

Advertisement