Beta

‘দিনে যোগ, রাতে পার্টি, লজ্জা করে না?’ তোপের মুখে অভিনেত্রী

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি : সংগৃহীত

এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ‘শিল্পা শিট’ বলেও মন্তব্য করেছে এক অন্তর্জালবাসী।

নেটিজেনদের অভিযোগ, শিল্পা দিনে যোগব্যায়াম করেন, আর মাঝরাত পর্যন্ত পার্টি করছেন। সেইসঙ্গে প্লেট, গ্লাস ভেঙে বন্ধুদের সঙ্গে নাচছেন। এসব নাকি মানায় না তাঁকে। নিজের ভাবমূর্তি নষ্ট না করতেও অনুরোধ অন্তর্জালবাসীর। এভাবেই নেটিজেনদের একাংশের কড়া সমালোচনার মুখে পড়লেন শিল্পা শেঠি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও ইন্ডিয়া টিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি দুবাইয়ে এক বন্ধুর পার্টিতে হাজির হন শিল্পা। সেখানে সবার সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, পার্টিতে নাচের মাঝখানে আচমকাই কাউকে প্লেট ভাঙতে দেখা যায়। ভাঙা প্লেটের টুকরোর ওপর দিয়েই নাচতে দেখা যায় শিল্পাসহ অন্যদের।

গভীর রাতে ভাঙা প্লেটের ওপর দিয়ে শিল্পার নাচের ভিডিও অন্তর্জালে প্রকাশিত হতেই জোর সমালোচনা শুরু হয় এই অভিনেত্রীকে নিয়ে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন শিল্পা নিজেই। ভিডিওটি এ পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজারের বেশিবার দেখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী নেটিজেনদের অভিযোগ, গ্লাস-প্লেট ভেঙে টাকাপয়সা ধ্বংস করছেন শিল্পা। যে দেশে এখনো অনেক মানুষ খাবার পায় না, সেখানে তিনি কীভাবে অর্থ ধ্বংস করেন, তা নিয়ে প্রশ্ন ছোড়ে অন্তর্জালবাসী। শিল্পাকে ‘সস্তা’ বলেও মন্তব্য করেন কেউ কেউ।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘টাকা বেশি হয়েছে না? তোমার জন্য প্লেট ভাঙা সহজ। কিন্তু যাঁদের সামর্থ্য নেই, তাঁদের কথা একটু ভেবেছ?’

‘এর পুরোটাই অপচয়, প্রস্তুতকারকদের অসম্মান করা। লজ্জা!,’ লেখেন আরেক অন্তর্জালবাসী। আরেকজন লেখেন, ‘ভেরি স্টুপিড।’

যা হোক, দীর্ঘ ১৩ বছর পর বলিউডি চলচ্চিত্রে ফিরছেন শিল্পা শেঠি। সাব্বির খান পরিচালিত ‘নিকাম্মা’ ছবিতে শিল্পা ছাড়াও রয়েছে অভিমন্যু দাসানি ও শার্লি সেটিয়া।

Advertisement