Beta

হাসতে হাসতে ডুবলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৭

অনলাইন ডেস্ক
ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। ছবি : সংগৃহীত

ভারতের ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। এই আবেদনময়ীর জলকেলির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেনিফারের জলকেলির দৃশ্য ভক্তদের মন জয় করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের বিকিনি পরে সামনে আসছেন জেনিফার উইঙ্গেট। কখনো জলের নিচে নেমে যাচ্ছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন।

জেনিফারের একটি ফ্যান ক্লাব সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি শেয়ার করেছে। আর তারপর যথারীতি অন্তর্জালবাসীর মনে কাঁপন ধরিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ের এক বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় অভিনেতা করণ সিং গ্রোভারের। শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদের পর জেনিফার উইঙ্গেটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করণ। সেই বিয়েও স্থায়ী হয়নি বেশিদিন। ২০১২ সালে জেনিফারের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

জেনিফারের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন করণ।

Advertisement