Beta

কারিনার বড় বোনের প্রেমে মজেছিলেন অজয় দেবগন?

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৫

অনলাইন ডেস্ক
কারিশমা ও কাজলের সঙ্গে অজয় দেবগন। ছবি : সংগৃহীত

বহু প্রেম-বিচ্ছেদের সাক্ষী বলিউড। আর প্রেমের গুঞ্জনে বহুবার খবরের শিরোনাম হননি এমন তারকা খুঁজে পাওয়া মুশকিল। কিছু গুঞ্জন গুঞ্জনই থেকে গেছে, আর কিছু গুঞ্জন পরিণতি পেয়েছে বন্ধনে।

নব্বই দশকে তেমনই একটি আলোচিত প্রেমের গুঞ্জন শিরোনাম হয়েছিল বারবার। আর সেই তারকাযুগল হলেন সুপারস্টার অজয় দেবগন ও সেই সময়ের বিস্ময়কর অভিনেত্রী, আবেদনময়ী কারিশমা কাপুর; যিনি কারিনা কাপুরের বড় বোন।

তবে অজয় দেবগনের সঙ্গে প্রেমের গুঞ্জন একবার উড়িয়ে দিয়েছিলেন কারিশমা কাপুর। বলেছিলেন, তাঁরা শুধুই বন্ধু। আর কিছু নন মোটেও।

স্টারডাস্ট সাময়িকীকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে অজয় দেবগনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন কারিশমা কাপুর।

স্টারডাস্টের বরাত দিয়ে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯৩ সালে দেওয়া ওই সাক্ষাৎকারে কারিশমা বলেছিলেন, ‘বিশ্বাস করুন, আমরা শুধুই বন্ধু। আমি জানি না, সে (অজয় দেবগন) আমাকে ওইভাবে অনুভব করে কি না। কারণ, ও আমাকে কিছুই বলেনি। আর এটা সম্ভব বলেও আমি মনে করি না। মানুষের উচিত এখানেই এর ইতি টানা, কারণ এটা একদম সুস্পষ্ট।’

কেন তবে প্রেমের গুঞ্জন ছড়াল—ওই সাক্ষাৎকারে সেই ব্যাখ্যাও দেন কারিশমা কাপুর। বলেন, ‘প্রথমত, ও (অজয়) আমার জীবন বাঁচিয়েছে। দ্বিতীয়ত, আমরা একসঙ্গে বহু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। কিছু স্টুপিড আগ বাড়িয়ে ভেবে নিয়েছে এটা। এমনও লিখেছে, আমরা বিয়ে করতে চলেছি। আমি এখনো নিজেকে ছোট মনে করি। এই বয়সে বিয়ে করব, আপনারা কীভাবে ভাবতে পারলেন? সত্যিই হাস্যকর।’

যা হোক, ১৯৯৯ সালে বলিউডের মিষ্টিকন্যা কাজলকে বিয়ে করেন অজয় দেবগন। তাঁদের ঘরে নিশা ও যুগ নামের দুই ছেলেমেয়ে রয়েছে। অন্যদিকে, ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা কাপুর। তাঁদের ঘরে সামিরা ও কিয়ান রাজ কাপুর নামে দুই সন্তান রয়েছে। অবশ্য ২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে কারিশমার। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Advertisement