Beta

আমিরকে যে কারণে ধন্যবাদ দিলেন মোদি

২৯ আগস্ট ২০১৯, ০০:৩৮

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলিউড তারকা আমির খান। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধের দাবিতে লম্বা সময় ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে এ আন্দোলনে সাড়া দিয়ে সবাইকে সহযোগিতারও আহ্বান জানান এ সুপারস্টার।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল জানাচ্ছে, এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করায় আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে তিনি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। এক টুইট বার্তায় মোদি এ আহ্বান জানান।

এর আগে আমির খান এক টুইট বার্তায় নরেন্দ্র মোদির উদ্যোগে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আন্দোলনে সবাইকে সমর্থন দিতে আহ্বান জানান। আমিরের মতে, ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা আমাদের সবার দায়িত্ব।’

আমিরের সেই টুইট বার্তা রিটুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে লেখেন, আমিরের এই সর্মথন আন্দোলনকে আরো বেগবান করবে।

‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমায়  আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছিল। ছবিটি অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বলা চলে, ওই সিনেমায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আমির খান।

এ বলিউড তারকা এখন ‘ফরেস্ট গাম্প’-এর রিমেকে হাত দিয়েছেন। ১৯৯৪ সালে নির্মিত হলিউড সিনেমাটির হিন্দি সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘লাল সিং চাড্ডা’। এ বছরের ১৪ মার্চে নিজের জন্মদিনে এ ঘোষণা দেন আমির।

Advertisement