Beta

চলুন, কাজলের বিলাসবহুল বাড়ি ঘুরে আসি

২৪ আগস্ট ২০১৯, ১৪:৩৯

অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণী তারকা কাজল আগরওয়াল। ছবি : সংগৃহীত

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত, কল্কি কোয়েচলিন রাধিকা আপ্তে, জয়া আখতারের পর এবার নিজের অন্দরমহল প্রকাশ্যে আনলেন দক্ষিণী তারকা কাজল আগরওয়াল। একটি রঙের ব্র্যান্ড সম্প্রতি কাজলের বিলাসবহুল বাড়ির ভেতরের দৃশ্য প্রকাশ করেছে।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, সাদা টপ আর হলুদ পায়জামা পরে নিজের বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেন কাজল। বলেন, ‘আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়িয়েছি, গিয়েছি বিভিন্ন শহরে, থেকেছি বিভিন্ন স্থানে, কিন্তু মুম্বাই আমার বাড়ি। সব সময় সেটা থাকবে। আমার বাড়িতে স্বাগতম!’

‘এই বাড়িটি অনেক বছর ধরেই আমার, এমনকি আমার জন্মেরও আগে থেকে। অনেক বছর ধরে এখানে আমার মা-বাবা থাকেন, এ ঘরেই আমি জন্মেছি। এখানেই জীবন কাটাচ্ছি। আমার যত উদযাপন, সবই এই ঘরে,’ যোগ করেন কাজল।

বিলাসবহুল বাড়িটিতে তাঁর ব্যক্তিগত গ্রন্থাগার আছে, বার আছে। আছে নিজের সুন্দর শোবার ঘর। জুতা রাখার জন্য রয়েছে বিশেষ ওয়ারড্রোব।

কাজল নিজেই ঘুরে ঘুরে দেখান। তাঁর বাড়ির নানা অজানা বর্ণনা করেন নিজ মুখে। বাড়িটি দেখে যে কারো লোভ হবে একবার ঘুরে আসার। ভিডিও দেখেই না হয় আপাতত দুধের স্বাদ ঘোলে মেটানো যাক!

Advertisement