Beta

ঈদে শামীম জামানের একগুচ্ছ নাটক

০৯ আগস্ট ২০১৯, ১৯:৩৯

বিনোদন প্রতিবেদক

টিভি নাটকে এ সময়ের ব্যস্ততম নির্মাতা ও অভিনেতা শামীম জামান। অভিনয় এবং পরিচালনা একসঙ্গে সমানতালে চালিয়ে যাচ্ছেন। আসছে এবারের ঈদে তাঁর রচনা, পরিচালনায় ও অভিনীত ভিন্ন স্বাদের গল্প নিয়ে একগুচ্ছ নাটক।

শামীম জামান বলেন, ‘আমি সাধারণ দর্শকদের জন্য কাজ করছি। সাধারণ দর্শক একটু প্রাণ খুলে হাসতে চায়। তারা আমার নাটক দেখে যেন আনন্দ পায়, সেভাবেই নাটকগুলো নির্মাণ করছি। হাস্যরসের মধ্য দিয়ে জীবনের সিরিয়াস গল্প বলার চেষ্টা করছি। যেন মানুষ গল্প শুনতে গিয়ে বিরক্ত না হয়। চলমান সমস্যাগুলো আমি সব সময় নাটকের গল্পে তুলে ধরার চেষ্টা করি। আশা করি, ঈদে আনন্দের সঙ্গে দর্শক নাটকগুলো দেখবেন।’

নাটকগুলো হলো—সাত পর্বের ‘অনমাইন্ড ফুল’, ‘এক্সফেল ফয়েজ’ ও ‘চুটকি ভান্ডার সিজন-৪’। একক নাটক হলো ‘নীলা কৈতর’, ‘মা বড় না বউ বড়’, ‘সিলেটে পড়া’, ‘কফিখোর’, ‘মাস্তান’, ‘পাটশাক’ ও ‘পর্দাশীল বউ’, 'মহিলা কামরা', 'বিষ', 'বিবাহ প্যারা', 'বুক পকেটে', 'গুরু শিষ্য', 'সাহস', 'মাতাল' ও ‘কনফিউসড’ ।

Advertisement