Beta

গাজীপুর ন্যাশনাল পার্কে ‘ডেঞ্জার জোন’

২২ জুলাই ২০১৯, ১৩:১৫

নায়ক বাপ্পী চৌধুরী অভিনীত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’। গতকাল থেকে ছবির শুটিং শুরু হয়েছে গাজীপুরের ন্যাশনাল পার্কে। আগামী ২৫ তারিখ পর্যন্ত টানা শুটিং হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক বেলাল সানি।

পরিচালক বেলাল সানি বলেন, ‘গতকাল থেকে আমরা ছবির শুটিং শুরু করেছি। এখানে টানা ২৫ তারিখ পর্যন্ত শুটিং করব। এর আগে বোটানিক্যাল গার্ডেনে কাজ শুরু করেছিলাম। তবে বৃষ্টি ব্যাঘাত ঘটায় শুটিংয়ে। এতই বেশি বৃষ্টি ছিল যে আর শুটিং করতে পারিনি। এখন যেহেতু বৃষ্টি নেই, তাই সেই কাজগুলো এখন শেষ করছি।’

গল্প নিয়ে বেলাল সানি বলেন, “‘ডেঞ্জার জোন’ সিনেমাটি একটি ভৌতিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। কিছু ছেলেমেয়েকে নিয়ে সিনেমার গল্প তৈরি করেছি। এতে কোনো মারামারির দৃশ্য থাকবে না। এমন গল্পের সিনেমা এর আগে বাংলাদেশে নির্মিত হয়নি। সিনেমাটি নির্মাণের পর দর্শক ভিন্ন কিছু দেখতে পাবে বলে আশা করছি।” 

বাপ্পী চৌধুরী বলেন, “নির্মাতা হিসেবে সানি নতুন। ছবির গল্প শোনার পর আমি কাজ করতে রাজি হই। ‘ডেঞ্জার জোন’ ছবিটি নিয়ে নির্মাতা সানি ভালো পরিশ্রম করছে। আমার বিশ্বাস তৈরি হয়েছে ও পারবে। ওর টিমওয়ার্কও খুব ভালো। যার কারণে গুছিয়ে কাজ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমার চরিত্রেও বেশ চ্যালেঞ্জ ও চমক থাকছে। আশা করছি, ব্যতিক্রমী গল্পের এই ছবিটি মন জয় করবে সবার।”

ছবিতে নায়ক বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নায়িকা জলি। ‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অঞ্জলী সাথি, ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে সাকসেস মাল্টিমিডিয়া।

Advertisement