Beta

এক ইঞ্চি দূরে ২৭৫ কোটি রুপি!

২০ জুলাই ২০১৯, ১৬:১৩

অনলাইন ডেস্ক
‘কবির সিং’ সিনেমায় শহিদ কাপুর। ছবি : সংগৃহীত

মুক্তির পঞ্চম সপ্তাহেও বক্স অফিসে শাসন জারি রেখেছে। সমালোচনা সত্ত্বেও এখন পর্যন্ত চলতি বছরে সবচেয়ে সফল সিনেমা বলিউড তারকা শহিদ কাপুরের ‘কবির সিং’। হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ ও ‘দ্য লায়ন কিং’-এর সঙ্গে প্রতিযোগিতা চললেও ভালো আয় করছে এ ছবি।

এর আগে, বক্স অফিস সংগ্রহে ভিকি কুশলের ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-কে পেছনে ফেলে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় দশম স্থান দখল করে নেয় ‘কবির সিং’।

সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এ সিনেমার নায়িকা ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি। একই পরিচালকের তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি ভার্সন এ ছবি। ভারতের বক্স অফিসে ২৯ দিনে আয় ২৬৭.২৯ কোটি রুপি। ২৭৫ কোটির ক্লাব আর মাত্র এক ইঞ্চি দূরে।

বাণিজ্য বিশ্লেষকদের পূর্বানুমান, এভাবে চলতে থাকলে ৩০০ কোটির ঘরে প্রবেশ করবে ‘কবির সিং’।

আজ শনিবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, ‘কবির সিং’-এর সংগ্রহ অব্যাহত রয়েছে। ২৭৫ কোটির ঘর অতিক্রম করবে সামনেই। তাঁর হিসাবে, [সপ্তাহ ৫] শুক্রবার ১.০৩ কোটি; মোট সংগ্রহ ২৬৭.২৯ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।  

গত ২১ জুন ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘কবির সিং’। ২৮ জুন মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানার ‘আর্টিকেল ফিফটিন’, এ ছবির সঙ্গেও প্রতিযোগিতা করতে হচ্ছে সন্দীপের ছবিকে।

‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে চিত্রসমালোচকদের অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে ব্লকবাস্টার শহিদ কাপুরের কবির সিং। বিশেষ করে নারীবাদীরা কঠোর সমালোচনা করছেন এই ছবির। সূত্র : ইন্ডিয়া টুডে

Advertisement