তিনি বললেন ‘জঘন্য’, ইনি বললেন ‘গ্রেট’

Looks like you've blocked notifications!
বলিউড তারকা কোয়েনা মিত্র ও সঞ্জয় দত্ত। ছবি : সংগৃহীত

জন আব্রাহামের নতুন সিনেমা ‘বাটলা হাউস’-এর ‘ও সাকি সাকি’র নতুন ভার্সন মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। আসল গানে সঞ্জয় দত্তের সঙ্গে পা মিলিয়েছিলেন কোয়েনা মিত্র।

শুধু গানের শ্রোতা বা দর্শকই নন, সঞ্জয় দত্ত ও কোয়েনা মিত্র ভিন্ন মন্তব্য করেছেন, যা একেবারেই বিপরীতমুখি। কোয়েনা যেখানে নতুন ভার্সনটিকে ‘জঘন্য’ বলেছেন, সেখানে সঞ্জয় বলেছেন ‘দারুণ’।

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় বেশ বড়সড় ঝাঁকুনি দিয়েছিলেন নোরা ফাতেহি। ফের জনের ‘বাটলা হাউস’-এ হাজির হয়েছেন ট্রেন্ডে থাকা ‘ও সাকি সাকি’র নতুন ভার্সন নিয়ে।

‘ও সাকি সাকি’ পুনঃসৃজন করেছেন তানিশক বাগচি। কণ্ঠ দিয়েছেন তুলসী কুমার ও নেহা কক্কর।

‘সাকি সাকি’র নতুন ভার্সন :

নতুন ভার্সনটি মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়া দেন আসল নায়িকা কোয়েনা মিত্র। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘মুসাফির’। গানটিতে সঞ্জয় দত্তের সঙ্গে নেচে ঝড় তুলেছিলেন কোয়েনা। তাঁদের ‘ও সাকি সাকি’ তুমুল জনপ্রিয় হয়েছিল। আজও সে গানের আবেদন ফুরায়নি।

তবে সঞ্জয় দত্ত ভিন্নমত পোষণ করলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সঞ্জয় বলেছেন, ‘দারুণ হয়েছে। গানটি যে পুনরায় তৈরি করা হচ্ছে, এর মানে একটাই, গানটি এখনো জনপ্রিয়। সত্যিই খুব ভালো ব্যাপার।’

এর আগে, টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে কোয়েনা মিত্র লিখেছিলেন, “আমার ‘মুসাফির’ সিনেমার ‘সাকি সাকি’ গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। সুনীধি, সুরিন্দর, বিশাল, শেখরের যৌথতা দারুণ হয়েছিল। নতুন ভার্সনটি ভালো লাগেনি, একদম জঘন্য!” ‘বাটলা হাউস’ নির্মাতাদের তিনি প্রশ্ন ছোড়েন, এর কী দরকার ছিল?

সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘বাটলা হাউস’-এর ট্রেইলার। ১১ বছর আগে দিল্লিতে পুলিশের সঙ্গে এক সন্ত্রাসীর ‘বিতর্কিত বন্দুকযুদ্ধ’ নিয়ে নির্মিত এ ছবি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি।

‘বাটলা হাউস’ পরিচালনা করেছেন নিখিল আদভানি। চিত্রনাট্য রিতেশ শাহর। ছবিটি বড়পর্দায় উঠবে এ বছরের ১৫ আগস্ট। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ও শ্রদ্ধা কাপুর-প্রভাসের ‘সাহো’। সূত্র : ইন্ডিয়া টুডে