তিন দিনে আয় ৫০ কোটি

Looks like you've blocked notifications!
‘সুপার থার্টি’ সিনেমার দৃশ্যে হৃতিক রোশন। ছবি : সংগৃহীত

বক্স অফিসে ক্রমান্বয়ে আয় বাড়ছে বলিউডি সিনেমা ‘সুপার থার্টি’র। মাত্র তিন দিনে ৫০ কোটির ক্লাব ছুঁয়েছে এ ছবি।

সম্প্রতি, একেবারেই ভিন্নধর্মী সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরেছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। হৃতিকের দুর্দান্ত অভিনয়, নাচের প্রশংসা উপচে পড়ছে। আর তার প্রভাব পড়ছে বক্স অফিসে। মুক্তির দিন কিছুটা কম হলেও দ্বিতীয় দিনে লাফিয়ে বেড়েছে আয়। সাপ্তাহিক ছুটির দিন গতকাল রোববার সংগ্রহ আরো বেড়েছে।

আজ সোমবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, শহরের মাল্টিপ্লেক্সগুলোতে ভালো করছে ‘সুপার থার্টি’। তাঁর হিসাবে, শুক্রবার ১১.৮৩ কোটি, শনিবার ১৮.১৯ কোটি রোববার ২০.৭৪ কোটি; তিন দিনে মোট সংগ্রহ ৫০.৭৬ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

টুইটার বার্তায় তারান আরো জানিয়েছেন, হৃতিকের শেষ দুটি সিনেমা ‘মহেঞ্জোদারো’ ও ‘কাবিল’-এর চেয়ে বক্স অফিসে অনেক ভালো করছে ‘সুপার থার্টি’।

এই প্রথম নিম্ন মধ্যবিত্ত কোনো ভূমিকায় অভিনয় করলেন হৃতিক রোশন। বিকাশ বেহল পরিচালিত ‘সুপার থার্টি’ সত্য ঘটনা অবলম্বনে। ভারতের গণিতবিদ আনন্দ কুমারের জীবনীভিত্তিক চিত্রনাট্য নিয়ে এ ছবি, যিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক কিছুই করেছিলেন।

গত শুক্রবার (১২ জুন) মুক্তি পায় ‘সুপার থার্টি’। এতে আরো অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, বীরেন্দ্র সাক্সেনা, নন্দীশ সিং, পংকজ ত্রিপাঠি, আদিত্য শ্রীবাস্তব, অমিত সাধ, মানব গোহিল। বিশেষ দৃশ্যে রয়েছেন কারিশমা শর্মা।

অবশ্য, শুটিং শুরুর দিনগুলোতে এই ছবির পরিচালক বিকাশ বেহল বিতর্কের মুখে পড়েছিলেন। গত বছর তাঁর বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ আনেন। সম্প্রতি একটি অভ্যন্তরীণ তদন্ত দল তাঁকে সব অভিযোগ থেকে মুক্তি দেয়।

এদিকে, ভারতের বক্স অফিসে চলছে শহিদ কাপুরের ‘কবির সিং’-এর জয়জয়কার। এ পর্যন্ত এটির আয় প্রায় ২৬০ কোটি রুপি। আবার আয়ুষ্মান খুরানার ‘আর্টিকেল ফিফটিন’ ছবিটিও ভালো আয় করছে, এ পর্যন্ত আয় ৫৭ কোটি রুপির বেশি। এ দুই সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে ‘সুপার থার্টি’কে। সূত্র : হিন্দুস্তান টাইমস