Beta

এবার ‘কার্টুনিষ্ট’ ইরফান সাজ্জাদ!

১৩ জুলাই ২০১৯, ১৯:৫৪

ফিচার ডেস্ক
‘কার্টুনিষ্ট’ নাটকের একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ। ছবি : সংগৃহীত

কিছুদিন পর পর  ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে  ছোট পর্দায় হাজির হচ্ছেন  ইরফান সাজ্জাদ। দেশের ব্যস্ততম এই অভিনেতাকে এবার ‘কার্টুনিষ্ট’  এর ভূমিকায় দেখতে পাবেন দর্শক।

নাটকের  নামও ‘কার্টুনিষ্ট’।এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফরহাদ লিমন।

‘কার্টুনিষ্ট’  সম্পর্কে নির্মাতা ফরহাদ মিলন বলেন, ‘এখানে চপল চরিত্রে ইরফান সাজ্জাদ ও পরী চরিত্রে সালহা খানম নাদিয়া অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

‘কার্টুনিষ্ট’  নাটকের একটি দৃশ্যে ইরফান ও নাদিয়া। ছবি : সংগৃহীত

নাটকটি আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। ‘কার্টুনিষ্ট’  এর গল্পে দেখা যাবে, ‘শিশুদের প্রিয় মামা গল্পের প্রধান চরিত্র চপল নেশায় পুরোদস্তুর কার্টুনিষ্ট। উপার্জন কম বলে পরিবারে তার গ্রহণযোগ্যতা কম। বড়রা কোনোদিন চপলকে বোঝেনি, বুঝতেও পারবে না। বদমেজাজী রিটায়ার্ড বাবা তোতা পাটোয়ারী’র ভাষ্যমতে, চপল উড়নচন্ডি, ভ্যাগাবন্ড ও ক্লাসলেস। চপল অবশ্য তার কার্টুন আঁকা নিয়ে বেশ সন্তুষ্ট। হিপ্পিদের মতো বড় চুল ও গেটাপ নিয়ে ঘোরে সে। চপলের বিধবা বড় ফুপু বেলী, তার ব্যাংকার ছেলে বুলবুল, চপলের বড় বোন নিলা, তার ঘরজামাই পুলিশ স্বামী খসরু, তাদের তিন বাচ্চাসহ বিরাট যৌথ পরিবার তাদের। এ বাড়িতে এসে হাজির হয় তোতা সাহেবের বাল্যবন্ধু মন্টু ও তার রূপবতী মেয়ে পরী। সে এখানে ভার্সিটি ভর্তির জন্য কোচিংয়ে ভর্তি হবে। চপলের দায়িত্ব পড়ে তার টোটো করে ঘুরে বেড়ানো বাইকে করে পরীকে  কোচিং আনা ও নেয়ার। এরপর শুরু হয় নতুন গল্প।’

Advertisement