ঢাকার সিনেমাহলে দেব

Looks like you've blocked notifications!

ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’। ঢাকার সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামীকাল। ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কাল শুক্রবার ৫০টি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। রাজা চন্দ পরিচালিত ছবিটিতে জুটিবেঁধে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী।

বিষয়টি নিয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, অর্ধশতাধিক সিনেমা হলে ‘কিডন্যাপ’ মুক্তি দেওয়ার চেষ্টা করছি আমরা। এই ছবি একদম নতুন ছবি বলা যায়। বাংলাদেশে দেব-রুক্মিণীর প্রচুর ভক্ত আছে। আমরা আশা করছি তারা ছবিটি দেখেবে। যেহেতু আমাদের দেশে সিনেমার সংখ্যা কমে যাচ্ছে, তাই আমরা চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভারতের নতুন বাংলা ছবি এখন থেকে নিয়মিত আমদানি করব।

ছবিটি নিয়ে সেলিম খান আরো বলেন, “নারী পাচার নিয়ে ‘কিডন্যাপ’ ছবিটি নির্মিত হয়েছে। মূখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণ করে নারী পাচারকারীরা। তাদের মুখোশ উন্মোচন করতে এক নারী সাংবাদিক আদা-জল খেয়ে নেমে পড়ে। কিন্তু একসময় সে-ও নারী পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে যায়। ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে মিশনে নামে দেব। গেল ঈদে ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি সেখানে বেশ ভালো ব্যবসা করে।’

ছবিতে দেব’রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷ ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি ৷ প্রযোজক দেব নিজেই।