মুসলিম ছেলের সঙ্গে বোনের প্রেম নিয়ে মুখ খুললেন হৃতিক

Looks like you've blocked notifications!
বোন সুনয়নার সঙ্গে হৃতিক রোশন। ছবি : সংগৃহীত

ফের বিতর্কে রোশন পরিবার। কিছুদিন আগে বলিউড তারকা হৃতিক রোশনের বোন সুনয়না রোশন অভিযোগ করেন, ছেলে মুসলিম পরিবারের বলে বাবা রাকেশ রোশন তাঁর প্রেমিককে মেনে নেননি। সুনয়না এ-ও বলেন, ‘এক মুসলিম ছেলেকে ভালোবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল।’

সুনয়না জানান, প্রেমিক রুহেল আমিন মুসলিম ধর্মাবলম্বী। রুহেলের সঙ্গে সম্পর্কের জন্য রাকেশ রোশন চড় মেরেছেন সুনয়নাকে। ভাই হৃতিক রোশনও এ বিষয়ে তাঁকে সাহায্য করেননি। এ নিয়ে কিছুদিন ধরে তুমুল শোরগোল চলছে বি-টাউনে। তবে এতদিন চুপ করে থাকলেও বোনের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন হৃতিক।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হৃতিক বলেছেন, ‘এটা আমার ও পরিবারের জন্য সম্পূর্ণ অভ্যন্তরীণ, ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়। দিদির বর্তমান মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমার কিছু বলা ঠিক হবে না। না জানি আমাদের মতো আরো কত পরিবার এই একই পরিস্থিতিতে রয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। এ ধরনের বিষয়ের জন্য উপযুক্ত চিকিৎসার অভাব রয়েছে আমাদের দেশে। আর এ জীবনে আমাদের পরিবারে ধর্ম নিয়ে আলোচনা বা কোনোদিনই বিশেষ গুরুত্ব দিতে দেখিনি। আশা করি, সেটা সবাই এতদিনে বুঝে গেছে।’

কিছুদিন আগে সুনয়না অভিযোগ করেন, ‘এক মুসলিম ছেলেকে ভালোবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল। ওর নাম রুহেল। বাবা বলেছিল, রুহেল জঙ্গি। আমি বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি। শুধু মুসলিম বলে বাবা-মা ওকে মেনে নিচ্ছে না। ওরা আমার জীবনটা নরক করে তুলেছে।’

এ বিষয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গলি চান্দেলের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। রঙ্গলির একাধিক টুইটের মাধ্যমেও এ কথাই জানা গিয়েছিল। তিনি বলেছিলেন, সুনয়নার পরিবার তাঁর ওপর অত্যাচার করছে। তাই তিনি কঙ্গনার কাছে সাহায্য চেয়েছেন। সুনয়নার পরিবার তাঁর প্রেমিককে মেনে নিচ্ছে না।

যা হোক, হৃতিক রোশন এখন তাঁর অভিনীত ‘সুপার থার্টি’র প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী শুক্রবার (১২ জুলাই) মুক্তি পাবে বিকাশ বেহল পরিচালিত এ ছবি। ছবিটি গণিতবিদ আনন্দ কুমারের জীবন অবলম্বনে নির্মিত। সূত্র : ইন্ডিয়া টুডে