সারা দেশে ফ্রি সিনেমা দেখবেন আব্বাসরা

Looks like you've blocked notifications!

শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘আব্বাস’। দেশের ৩৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। ছবির পরিচালক জানিয়েছেন, সারা দেশে ফ্রিতে সিনেমা দেখবেন আব্বাস নামধারী লোকগুলো। তাঁদের কোনো টিকেট লাগবে না। ছবিটি প্রশংসিত হওয়ার পর এমন ঘোষণা দিয়েছেন পরিচালক।

পুরান ঢাকার ছেলে আব্বাসের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার গল্প দেখা যাবে এতে। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমরা সারা দেশের সব সিনেমা হল থেকে প্রশংসা পাচ্ছি। এই প্রশংসা আমাদের মধ্যে উৎসাহ হিসেবে কাজ করছে। আগামী দিনে আমরা আরো ভালো ছবি নিয়ে সবার সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আমরা নতুন একটি ঘোষণা দিয়েছি। সারা দেশে যাঁদের নাম আব্বাস, তাঁরা ছবিটি ফ্রিতে দেখতে পাবেন। আব্বাস নামধারী কারো টিকেট করে ছবিটি দেখতে হবে না।’

চন্দন আরো বলেন, ‘সিনেমা হলে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড দেখালেই আব্বাসরা টিকেট ছাড়া ছবিটি দেখতে পাবেন। আমরা এরই মধ্যে সব সিনেমা হলে বিষয়টি জানিয়ে রেখেছি। যদি সারা দেশের আব্বাসরা আমাদের ছবিটি দেখেন, তা হলে আমরা আরো বেশি উৎসাহিত হবো।’

গত ১৬ জুন ‘আব্বাস’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন।

সাইফ চন্দন এর আগে নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও আইরিন। ‘আব্বাস’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও সোহানা সাবা। চলচ্চিত্রে নিরব-সাবা জুটি এবারই প্রথম। পুরোপুরি মৌলিক গল্পের ছবি ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

নিরব, সাবা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ডন, আলেকজান্ডার বো প্রমুখ। ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির মাধ্যমে চলচ্চিত্র শুরু করেন সাইফ চন্দন। এরই মধ্যে নির্মাণ করেছেন ‘টার্গেট’। ‘আব্বাস’ তাঁর তৃতীয় চলচ্চিত্র।