Beta

২০ মিলিয়ন! উষ্ণ ছবি দিয়ে উদযাপন সোনমের

০৩ জুলাই ২০১৯, ২১:৫২

অনলাইন ডেস্ক
২০ মিলিয়ন ফলোয়ার উদযাপন সোনমের। ছবি : ইনস্টাগ্রাম

অভিনয়দক্ষতা দিয়ে অগণিত সিনেপ্রেমীর মন জয় করেছেন সোনম কাপুর। বাবা নামকরা অভিনেতা অনিল কাপুর। তবে তারকা-সন্তান পরিচয়ে নয়, নিজগুণেই এ অর্জন। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা তাঁর। এবার আরেকটি মাইলফলক ছুঁলেন।

ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে সোনম কাপুরের অনুসরণকারীর সংখ্যা ২০ মিলিয়ন ছাড়িয়েছে। আর এ আনন্দ উদযাপন করেছেন নিজের সাম্প্রতিক ফটোশুট থেকে কয়েকটি ছবি শেয়ার করে।

‘নীরজা’, ‘বীরে দ্য ওয়েডিং’, ‘খুবসুরত’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা রয়েছে সোনম কাপুরের ঝুলিতে। চিত্রসমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নিজের একই ফটোশুটের তিনটি ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। একটির ক্যাপশনে লিখেছেন, ‘২০ মিলিয়ন ফলোয়ার?’ টিয়া রঙের কাঁধখোলা পোশাক পরা সোনমকে উষ্ণ লাগছে। একটির ক্যাপশনে লিখেছেন, ‘শীতল থাকতে চেষ্টা করি, কিন্তু এখন যেন লাফাচ্ছি, কারণটা যে ২০ মিলিয়ন।’

এমিলিয়া উইকস্টিডের পোশাক পরেছেন সোনম। ছবি : ইনস্টাগ্রাম

বড়পর্দার পর এবার একটি ওয়েব সিরিজ দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক করবেন সোনম কাপুর।

সোনমকে সর্বশেষ ‘এক ল্যাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমায় দেখা যায়। এতে প্রথমবারের মতো বাবা অনিল কাপুরের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন অভিনেত্রী। ছবিতে আরো ছিলেন রাজকুমার রাও। ছবিতে সোনমকে সমকামীর ভূমিকায় দেখা যায়।

আগামীতে সোনম কাপুরকে ‘দ্য জয়া ফ্যাক্টর’ সিনেমায় দক্ষিণী তারকা দুলকার সালমানের বিপরীতে দেখা যাবে। ছবিটি অনুজা চৌহানের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। অভিষেক শর্মা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০ সেপ্টেম্বর। সূত্র : ইন্ডিয়া টিভি

Advertisement