Beta

‘অযোগ্য কেউ নেতা হলে সেটা শিল্পীদের পরাজয়’

২০ জুন ২০১৯, ১৫:৪৪

বিনোদন প্রতিবেদক

‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগান নিয়ে টেলিভিশন নাট্য অভিনেতাদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। এ সংগঠনের ২০১৯-২১ মেয়াদের নির্বাচন আগামীকাল। নির্বাচনের স্লোগান ‘জিতবে ২১, হারবো না কেউ’। নির্বাচন নিয়ে নিজের ফেসবুকে অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অযোগ্য কেউ নেতা হলে সেটা শিল্পীদের পরাজয় হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

গত বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চঞ্চল চৌধুরী লেখেন, ‘আগামী ২১ জুন আমাদের অভিনয় শিল্পী সংঘ নির্বাচন। গণতান্ত্রিক উপায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাঁরা এই সংগঠনের নেতা হওয়ার জন্য প্রার্থী হয়ে নির্বাচন করছেন, তাঁদের উদ্দেশে কয়েকটি কথা—আপনি নিজেকে একবার প্রশ্ন করেন তো, এই সংগঠনের নেতা হওয়ার যোগ্যতা আপনার কতটুকু আছে? আপনি নিজে দাঁড়ান অথবা যাঁরা আপনাকে দাঁড় করিয়েছেন, তাঁরা আদৌ এই সংগঠনের ভালো চান কি না?’

তিনি আরো লিখেন, ‘অযোগ্য কেউ নেতা নির্বাচিত হলে সেটা হবে শিল্পীদের জন্য সবচেয়ে বড় পরাজয়। যাঁরা ভোট দেবেন, এই প্রশ্নগুলো প্লিজ মাথায় রাখবেন। শুধু মনে রাখবেন, এটা শুধু প্রচলিত নির্বাচন নয়, এটা শিল্পী সংঘের নেতা নির্বাচন। ভুলে গেলে চলবে না আমরা শিল্পী। যাঁরা অযোগ্য প্রার্থীকে দাঁড় করিয়ে এই শিল্পী সংঘের ভাবমূর্তি নষ্ট করছেন, তাঁদের এর জবাব দিতেই হবে।’

‘একবার শুধু ভাবুন, শিল্পী হিসেবে এই অঙ্গনে আপনার অবদান অথবা অর্জন কতটুকু? শুধু মনে রাখবেন, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠনকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। যাঁরা ভোট দেবেন, তাঁদের কাছে অনুরোধ, যোগ্য শিল্পীকে নেতা নির্বাচিত করুন। অনেক বড় সংকটকাল আমরা পার করছি। আসুন, সংঘবদ্ধ হয়ে অসুরদের হাত থেকে এই শিল্পী সংগঠনকে বাঁচাই। শিল্পীর জয় হোক ও শিল্পের জয় হোক।’

মোট ২১টি পদের জন্য লড়াই করবেন মোট ৫১ শিল্পী। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ছয়শ। আগামীকাল শুক্রবার ২১ জুন রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement