Beta

সুরভির খুনে নাচে দিশেহারা অন্তর্জাল!

১৩ জুন ২০১৯, ১৫:০১

অনলাইন ডেস্ক
ভারতের টিভি অভিনেত্রী সুরভি চন্দনা। ছবি : সংগৃহীত

‘ইশকবাজ’ খ্যাত ভারতের টিভি অভিনেত্রী সুরভি চন্দনার খুনে নাচে দিশেহারা নেট দুনিয়া। অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ এ সুন্দরী। তাঁর নাচ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাত ঘুরছে।

জনপ্রিয় ধারাবাহিক ‘ইশকবাজ’-এ নকুল মেহতার বিপরীতে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন সুরভি। তাঁর পরবর্তী প্রকল্প ‘সঞ্জিবনী’। এ প্রকল্প নিয়ে সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন সুরভি।

তবে এবার অন্য কারণে শিরোনাম হলেন। ‘ইশকবাজ’ থেকে বেরিয়ে যাওয়ার পরে অবসর কাটাচ্ছেন সুরভি। উপভোগ করছেন নিজের জীবন। ‘জুম্বা’ গানে নাচলেন। ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে সেই ভিডিও প্রকাশের পরেই ঝড় বয়ে যায়। ইনস্টাগ্রামে তাঁর নাচের ভিডিওটি এ পর্যন্ত চার লাখের বেশিবার দেখা হয়েছে।

দেখুন ভিডিওটি :

সুরভির নাচের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

‘ইশকবাজ’-এ আনিকা চরিত্রটির কারণে প্রচারের আলোয় আসেন সুরভি চন্দনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তাঁর অনুরাগীর সংখ্যা অনেক। ক্রমাগত বাড়ছে। নকুল মেহতার সঙ্গে তাঁর রসায়ন দর্শকমহলে সাড়া জাগিয়েছিল। ফের ছোটপর্দায় ফিরছেন সুরভি। পত্রপত্রিকার খবর, আগামীতেও তাঁকে নকুলের সঙ্গে দেখা যেতে পারে। সূত্র : ইন্ডিয়া টিভি

Advertisement