Beta

৭ দিনে সালমানের সিনেমার আয় ১৬৭ কোটি

১২ জুন ২০১৯, ২২:১২ | আপডেট: ১২ জুন ২০১৯, ২২:১৩

অনলাইন ডেস্ক
‘ভারত’ সিনেমার দৃশ্যে সুপারস্টার সালমান খান। ছবি : সংগৃহীত

বক্স অফিস সংগ্রহে ভাটা পড়েছে। আগের দিনের তুলনায় গতকাল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ কম আয় করেছে। ধীরে ধীরে কমছে সংগ্রহ।

গত ৫ জুন মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। সুপারস্টার সালমান খান আর আবেদনময়ী ক্যাটরিনার রসায়ন এবারও ভক্তের হৃদয় জয় করে নেয়। আর তার প্রভাব পড়ে বক্স অফিসেও। মুক্তির মাত্র চার দিনেই ভারতের বক্স অফিসে ‘ভারত’ অতিক্রম করে ১০০ কোটির মাইলফলক। পাঁচ দিনে ছোঁয় ১৫০ কোটির মাইলফলক।

তবে ষষ্ঠ ও সপ্তম দিনে সংগ্রহ কমেছে। ভারতের বক্স অফিসে সাত দিনে ছবিটি আয় করেছে ১৬৭ কোটির বেশি।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, আজ (অষ্টম দিন) ১৭৫ কোটি অতিক্রম করবে ‘ভারত’। তাঁর হিসাবে : বুধবার ৪২.৩০ কোটি, বৃহস্পতিবার ৩১ কোটি, শুক্রবার ২২.২০ কোটি, শনিবার ২৬.৭০ কোটি, রোববার ২৭.৯০ কোটি, সোমবার ৯.২০ কোটি, মঙ্গলবার ৮.৩০ কোটি; সর্বমোট ১৬৭.৬০ কোপি রুপি (ইন্ডিয়া বিজ)।

৫ জুন ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় ‘ভারত’। এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরে এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হলো সালমানের।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর অফিশিয়াল রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত এ সিনেমায়।

‘ভারত’যৌথভাবে প্রযোজনা করেছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভূষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। সূত্র : হিন্দুস্তান টাইমস

Advertisement