Beta

‘ঈদে শাকিব খানের ছবি না দেখলে ভাত হজম হয় না’

০৫ জুন ২০১৯, ১৬:২৩

সারা দেশে উৎসব মুখর পরিবেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দিনটিকে রাঙাতে এক শ্রেণির মানুষ সিনেমা হলে ভিড় করছে। সকালে ঢাকা ও তার আশপাশে বৃষ্টির প্রভাব পড়লেও দুপুর থেকে দর্শক টানছে শাকিব খানের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’।

যাত্রাবাড়ীর হকার কাশেম মিয়া বলেন, ‘গতকাল প্রথমে শুনেছি ঈদ হবে না। যে কারণে বাড়ি যাওয়া হয়নি। আবার যখন শুনলাম আজ ঈদ হবে, তখন আর বাড়ি যেতে পারিনি। আমার গ্রামের বাড়ি চাঁদপুর। এখন ঢাকায় ঈদ করছি। সকাল থেকে বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারছিলাম না। দুপুর দেড়টার দিকে বের হয়েছি। বৃষ্টিতে ভিজেই সিনেমা হলে এসেছি। ঈদে শাকিব খানের ছবি না দেখলে ভাত হজম হয় না। এই ছবিটা নাকি শাকিব খান নিজের টাকা দিয়া বানাইছে। যে কারণে এই ছবিটা না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না।’

কাশেমের মতো হাজারো দর্শক ভিড় করছে মধুমিতা সিনেমা হলে। দুপর ১২টার শোতে দর্শক কম হলেও ৩টার শোতে মধুমিতা সিনেমা হল ছিল দর্শকে পূর্ণ। এ বিষয়ে  সিনেমা হলে টিকেটম্যান আব্দুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘দুপুর ১টার পর থেকে সিনেমা হলে দর্শক বাড়তে শুরু করে। বেলা ৩টার শোয়ের সব টিকেট  ২টার সময়ই বিক্রি হয়ে যায়।  উৎসব মুখর পরিবেশে দর্শক ছবিটি দেখছে।’

‘পাসওয়ার্ড’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল।  ইকবাল এনটিভি অনলাইনকে বলেন, ‘সকাল থেকে ঢাকার বিভিন্ন সিনেমা হলে যাচ্ছি, খবর নিচ্ছি। দর্শক দেখে আমি প্রযোজক হিসেবে সন্তুষ্ট। সারা দেশ থেকে ভালো খবর আসছে। এই ছবিটি প্রথম দিনই দর্শক গ্রহণ করেছে।’

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নিয়ে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

Advertisement