Beta

হাসপাতালে ভর্তি সালমানের নায়িকা

০৩ জুন ২০১৯, ১২:০৭

অনলাইন ডেস্ক
‘লাকি’ খ্যাত সালমানের নায়িকা স্নেহা উল্লাল অসুস্থ। ছবি : সংগৃহীত

তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সুপারস্টার সালমান খানের ‘লাকি’ সহ-অভিনেত্রী স্নেহা উল্লাল, ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে চেহারার মিলের কারণে যিনি একসময় বেশ আলোচিত ছিলেন। গত ৩১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন স্নেহা। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তিনি শয্যাশায়ী। জানালেন, জীবনে প্রথমবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। চিকিৎসকরা তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন।

ইনস্টাগ্রামে স্নেহার পোস্ট :

সালমান খানের ‘লাকি : নো টাইম ফর লাভ’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল স্নেহা উল্লালের। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এ ছবি। আদুরে চেহারা আর ছবিতে পারফরম্যান্সের কারণে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন এ অভিনেত্রী।

হিন্দি চলচ্চিত্র অঙ্গন থেকে দীর্ঘদিন দূরে সরে ছিলেন স্নেহা উল্লাল। সম্প্রতি ‘ইশক ওয়ালি বারিশ’ মিউজিক ভিডিও দিয়ে ফিরেছেন, যেটি প্রযোজনা করেছেন অর্শিয়া খান ও মোদ জাভেদ। ইন্ডাস্ট্রিতে আলোচনায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় স্নেহা। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Advertisement