Beta

‘প্রেমিক’ রহমানের সঙ্গে সুস্মিতার শরীরচর্চা, ঝড় উঠেছে নেটে

২৭ মে ২০১৯, ২২:০৪ | আপডেট: ২৮ মে ২০১৯, ১০:২৭

অনলাইন ডেস্ক

ভালোবাসার বহিঃপ্রকাশ এর থেকে আর কত সুন্দর হতে পারে! সুস্মিতা সেন আর তাঁর ‘প্রেমিক’ রহমান শালকেই দেখুন। একে অন্যের আত্মা হয়ে কেমন একসঙ্গে শরীরচর্চায় মেতেছেন।

সম্প্রতি তাঁদের শরীরচর্চার একটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই যথারীতি তা ভাইরাল। দেখতে দেখতে লাইকের সংখ্যা ছুঁয়েছে দুই লাখ।

আর তাই দেখে তৃপ্ত প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতার মন্তব্য, যেন স্বর্গে বাস করছি। এখানেই শেষ নয়, দুজনে জিমের পোশাকও নাকি একে অন্যের সঙ্গে শেয়ার করছেন!

তাঁদের যুগলবন্দি জিমের ছবিও ছড়িয়েছে ইন্টারনেটে। ছবির নিচে বিশ্বসুন্দরীর ক্যাপশন, ‘একসঙ্গে শরীরচর্চাও যেন স্বর্গসুখের সমান। এ আমি আগে টের পাইনি। এখন আমরা এক প্রাণ, এক আত্মা। আমার পোশাক দিব্যি ফিট করে যায় রহমানের গায়ে! রহমান আমার দেবদূতদের কাছে যেন আরেক দেবদূত।’ তারপর হ্যাশট্যাগে লেখেন, 'ভালোবাসা অপূর্ব।'

Advertisement