Beta

নায়িকার আক্ষেপ!

২৫ মে ২০১৯, ১৪:৩৭

অনলাইন ডেস্ক
‘ভারত’ সিনেমার দৃশ্যে দিশা পাটানি ও সালমান খান। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ‘বাঘি’ নায়িকা দিশা পাটানি। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে তাঁর সাহসী স্থিরচিত্র উষ্ণতা ছড়ায়। ছবি বা ভিডিও, যা-ই শেয়ার করুন না কেন দ্রুতই ভাইরাল হয়ে যায়। আর সেই আবেদনময়ীই কি না বললেন, আজতক কোনো পুরুষই নাকি তাঁকে ‘হট’ বলেননি। এমনকি কেউ ‘ফ্লার্ট’ করার চেষ্টাও করেননি!

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে দিশা পাটানি আক্ষেপ করে বলেছেন, ‘পুরো জীবনে কোনো মানুষ কাছে এসে বলল না, আমি হট। কেউ আমার সঙ্গে ফ্লার্টও করেনি; ওসব করার কোনো চেষ্টাই করেনি কেউ।’

তবে কি পুরুষেরা ভয় পান? এর জবাবে ২৬ বছরের সুন্দরী হেসে বলেন, ‘কেন ভয় পাবে? সেই বেড়ে ওঠার পর আজতক কেউ আমাকে প্রস্তাবই দেয়নি।’ দিশা পাটানি আরো বলেন, টিনএজ বয়সে তিনি ‘টমবয়’ ছিলেন।

‘একটা স্বীকারোক্তি দিই। ছোটবেলায় আমি কিছুটা টমবয় প্রকৃতির ছিলাম। বাবা আমাকে ছেলের মতো করে বড় করেছে। নবম গ্রেড পড়া পর্যন্ত আমার চুল ছোট ছিল। দশম গ্রেডে ওঠার পর আমি চুল বড় করা শুরু করি। আমি অন্তর্মুখীও ছিলাম। স্কুলে আমি শান্ত শিক্ষার্থী ছিলাম, বসতাম লাস্ট বেঞ্চে,’ বলেন দিশা পাটানি।

ইনস্টাগ্রামে দিশার অনুসরণকারী ২১ মিলিয়নের বেশি। ছবি : সংগৃহীত

দিশা পাটানিকে আগামীতে সুপারস্টার সালমান খানের ‘ভারত’ সিনেমায় দেখা যাবে। এই ছবির ‘স্লো মোশন’ গানে বলিউড ভাইজানের সঙ্গে নেচে অন্তর্জাল কাঁপিয়েছেন দিশা।

‘ভারত’ সিনেমাটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ‘স্লো মোশন’ গানের তালে পা মিলিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন সুপারস্টার সালমান খান ও বাঘি তারকা দিশা পাটানি। বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে গানটির সুর করেছেন বিশাল-শেখর। লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও নাকাশ আজিজ।

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘ভারত’। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে মহাতারকা সালমান খানের। এ ছাড়া এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ। ৫ জুন মুক্তি পাবে ছবিটি।

‘ভারত’-এর পর দিশা পাটানিকে মোহিত সুরির ‘মালাঙ্গ’ সিনেমায় দেখা যাবে। এতে আরো রয়েছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। সূত্র : ইন্ডিয়া টুডে

Advertisement