Beta

‘তবু আমারে দেব না ভুলিতে’

২৪ মে ২০১৯, ১২:২৬

ফিচার ডেস্ক
নাটকের একটি দৃশ্যে আফরান নিশো ও অপর্না ঘোষ। ছবি : সংগৃহীত

কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘তবু আমারে দেব না ভুলিতে’ অবলম্বনে তুহিন হোসেন নির্মাণ করেছেন একটি নাটক। চিত্রনাট্য রচনা করেছেন সারওয়ার রেজা জিমি।

আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও অপর্না ঘোষ। এ ছাড়া আছেন এ কে আজাদ সেতু, চৈতালী চৈতী, সুবহা প্রমুখ।

নাটকটি সম্পর্কে তুহিন হোসেন বলেন, ‘সাহিত্যনির্ভর কাজ অনেক দর্শক পছন্দ করেন। আশা করছি, এই নাটকটিও সবার ভালো লাগবে।’

‘তবু আমারে দেব না ভুলিতে’র গল্পে দেখা যাবে, আট বছর পর বিশেষ একটা কারণে দেশে ফিরেছে মাশফিক। একজন মানুষকে খুঁজে বের করতে হবে তাকে। এই খোঁজার মধ্য দিয়েই উঠে আসে আট বছর আগের বিশ্ববিদ্যালয় জীবন, বন্ধুত্ব, প্রেম, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গের চিরায়ত এক গল্প। কিন্তু স্মৃতির অলিগলিতে মাশফিকের নতুন করে হাঁটার গল্পে থাকে নতুন উপলব্ধিও। জীবন আর সম্পর্ককে বুঝে ওঠার সে যাত্রায় কেউ কাউকে ভুলে যেতে দেয় না, কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে জীবনের সঙ্গে।

Advertisement