Beta

আমি কত ভোটে এগিয়ে আছি? সানির জিজ্ঞাসা!

২৩ মে ২০১৯, ১৬:১১

অনলাইন ডেস্ক
ভোট গণনার উত্তাপে ভাইরাল সানি লিওন। ছবি : সংগৃহীত

সানি লিওন খুবই মেধাবী আর রসিক। কৌতুক কীভাবে গ্রহণ করতে হয়, তা তিনি ভালোই জানেন। জানেন কৌতুক করতেও।

ভারতের লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোট গণনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে যখন রাজনৈতিক দলগুলো কে কত আসন পাবে; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ অন্যদের নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন হঠাৎই আবির্ভাব সানি লিওনের। ভারতের রিপাবলিক টিভির জনপ্রিয় সঞ্চালক অর্ণব গোস্বামীর নির্বাচনী প্রাইম টাইম শোতে হঠাৎ উদয় সানির! কিন্তু কীভাবে?

ওই শোতে কে কত ভোটে এগিয়ে তারই ফিরিস্তি জানাচ্ছিলেন অর্ণব গোস্বামী। বলিউড তারকা সানি দেওল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভুল করে সানি দেওলের পরিবর্তে অর্ণব উচ্চারণ করেন সানি লিওনের নাম। যদিও দ্রুতই সংশোধন করে দেন তিনি, তবে জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে সানির নাম উচ্চারণের পর ওই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সেই ভিডিও নজরে এসেছে সাবেক পর্নো তারকারও। টুইটারে রসময় প্রতিক্রিয়া জানিয়েছেন সানি লিওন। সানি লিখেছেন, ‘আমি কত ভোটে এগিয়ে আছি?’ একাধিক জিজ্ঞাসাচিহ্নের পাশাপাশি হাস্যোজ্জ্বল চোখ মারার ইমোকনও যোগ করেছেন।

সানি লিওন নিজেও কি কখনো ভেবেছেন, ভোট গণনার মধ্যে তিনি ভাইরাল হয়ে যাবেন। সব ক্রেডিট সঞ্চালক অর্ণবের!

যা হোক, আগামী পাঁচ বছরের জন্য ফের ভারত শাসন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, তাঁর দল বিজেপি ৩৪০টির বেশি আসন পেয়েছে। সূত্র : বলিউড বাবল

Advertisement