Beta

রেগে নিজের চুলে কাঁচি চালালেন নায়িকা! ভাইরাল ভিডিও

০১ মে ২০১৯, ১০:৪৯

অনলাইন ডেস্ক
নিজেই নিজের চুলে কাঁচি চালালেন কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

হালের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমা, বিজ্ঞাপনসহ নানা কাজে ব্যস্ত। বেশ লম্বা চুল। চুলের যত্নে সময় তো দিতেই হয়। কিন্তু ব্যস্ততার কারণে পারেন না। তাঁর মা দেশীয় পদ্ধতিতে চুলের যত্ন নেন। মাকে অনুসরণ করতে পারেন না তিনি। আর তাই রাগে-ক্ষোভে প্রকাশ্যেই নিজের লম্বা চুল কেটে ফেললেন!

আর সেই চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন নায়িকা নিজেই। ২৬ বছরের এই সুন্দরীর লম্বা চুল কাটার দৃশ্য অন্তর্জালে ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে ভক্তরা বিস্মিত, আহত!

নিজের ইনস্টাগ্রাম ও টুইটার দুই অ্যাকাউন্টেই ভিডিওটি শেয়ার দিয়েছেন কিয়ারা আদভানি। সঙ্গে সঙ্গে পূর্ণ হতে থাকে মন্তব্য-ঘর। এক ভক্তের প্রশ্ন, ‘সত্যিই কি চুল কেটে ফেললে?’ আরেকজন লিখেছেন, ‘এ কি সত্যি?’

ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে দেখা হয়েছে ১০ লাখ ২১ হাজারের বেশিবার। আর টুইটারে দেখা হয়েছে ৩৭ হাজারের বেশিবার।

হতাশ এক ভক্ত কিয়ারকে লিখেছেন, ‘পাগল হয়ে গেলে তুমি! বাবরি হয়ে গেছে। কী সুন্দর চুল ছিল। সর্বনাশ করে ফেললে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘কালই ক্রাশ খেয়েছিলাম আর আজ তুমি কেন এমনটা করলে।’

অনেকে বলছেন, সামার লুক আনার জন্যই কিয়ারা এমনটা করেছেন। তবে আরেক পক্ষের মত, এ নিশ্চিত পাবলিসিটি স্টান্ট।

হঠাৎই চুল কেটে ছোট করে ফেলার কারণ জানতে চাইলে বার্তা সংস্থা আইএএনএসকে কিয়ারা আদভানি বলেছেন, ‘আমি জাস্ট এর সঙ্গে পেরে উঠছিলাম না। আর সে কারণেই সিদ্ধান্ত নিলাম নিজ হাতে কেটে ফেলব। দেখুন তো  নতুন লুক ভালো লাগে কি না।’

‘লাস্ট স্টোরিস’ খ্যাত লাস্যময়ী এ অভিনেত্রী আরো জানান, তিনি চুল ভালোবাসেন। কিন্তু প্রচণ্ড গরম, শুটিংয়ের জন্য প্রায়ই স্টাইল বদলানো আর ব্যস্ততার কারণে নিজের চুলের যত্ন ঠিকঠাক নিতে পারতেন না।

কিয়ারা আদভানিকে আগামীতে ‘কবির সিং’ সিনেমায় দেখা যাবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। সূত্র : ডিএনএ

Advertisement