Beta

সানির কাছে ‘শিশু’ ক্রিকেটার ধোনি!

১৬ মার্চ ২০১৯, ১৯:৫৩

অনলাইন ডেস্ক
ভারতের ক্রিকেটার এম এস ধোনি ও বলিউড অভিনেত্রী সানি লিওন। ছবি : সংগৃহীত

আইটেম গান দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন আবেদনময়ী সানি লিওন। ধীরে ধীরে ‘জিসম টু’র মতো ফিচার ফিল্মে নিজের জায়গা করে নেন এ অভিনেত্রী। আর পুরোনো দিনগুলোতে তাঁর পর্নো ছবির ইতিহাস বহুল চর্চিত। সেই সানি ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনিকে বললেন, ‘কিউটেস্ট শিশু’!

হ্যাঁ, অসংখ্য ভক্ত ও অনুরাগী রয়েছে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনির। তাঁদের একজন সানি লিওন। এই ক্রিকেটারের একনিষ্ঠ ভক্ত তিনি। ক্যাপটেন কুলকে ‘কিউটেস্ট চাইল্ড’ বলার কারণও জানিয়েছেন সানি। কারণটা হলো, ধোনি একজন ‘পারিবারিক মানুষ’।

বার্তা সংস্থা আইএএনএসকে সানি লিওন বলেছেন, ‘আমার প্রিয় ধোনি। আমার তো মনে হয়, তিনি খুব আদুরে শিশু, ঠিক বলছি না? আমি ওঁর বাচ্চার (কন্যা জিভা ধোনি) সঙ্গে তোলা ছবিতে দেখেছি এবং দেখতে জাস্ট খুব কিউট। তা ছাড়া পারিবারিক মানুষ হিসেবে তিনি আমার প্রিয় ক্রিকেটার।’

যা হোক, মহেন্দ্র সিং ধোনি তাঁর দক্ষতা দিয়ে নিজের জাত চিনিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রিয় অধিনায়ক ছিলেন তিনি।

সানি লিওন এখন দুটি টেলিভিশন শো, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সানিসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি হিন্দি ছবিতে কাজ করছেন। এ ছাড়া তাঁর হাতে দুটি দক্ষিণী ছবি রয়েছে।

চলচ্চিত্রশিল্পে পা রাখার পর ইন্ডাস্ট্রির বহু বদ্ধমূল ধারণা ভাঙার চেষ্টা করেছেন সানি লিওন। এখনো সেই চেষ্টা জারি রেখেছেন। কখনো সফল, আবার কখনো ব্যর্থ হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন সানি।

সানি লিওন বলেছেন, “আমাকে গাইড করার মতো বেশি লোক ছিল না। যেটা দেখেছি, ইন্ডাস্ট্রিতে বহু জায়গায় ‘ইয়েস ম্যাম’ বলে যেতে হয়। প্রথমে সবাই বলে দারুণ সুযোগ পেয়েছ। কিন্তু তারপর, কাজটা না হলে বলে, ‘আগেই তো বলেছিলাম এটা কোরো না বা ভুল ছিল।’ এখানে অনেক বেশি এসব কাজকারবার হয়।”

জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। তিনি ‘জিসম টু’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পেহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদি’, ‘তেরা ইন্তেজার’ ও নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর’-এ অভিনয় করেছেন।

সানিকে আগামীতে মালয়ালাম ভাষার সিনেমা ‘রঙ্গিলা’ ও তামিল পিরিয়ড ড্রামা ‘বীরমাদেবী’-তে দেখা যাবে। সূত্র : ডিএনএ

Advertisement