১৯ বছর পর এক হচ্ছেন সালমান-বানসালি!

Looks like you've blocked notifications!
পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তারকা পরিচালক ও তারকা অভিনেতা একত্রিত হচ্ছেন। এক প্রেমনির্ভর সিনেমায় দেখা যাবে দুই সুপারস্টার সঞ্জয় লীলা বানসালি ও সালমান খানকে।

১৯ বছর পর এই পরিচালক-অভিনেতার পুনর্মিলন হতে চলেছে। সর্বশেষ তাঁরা ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ‘পদ্মাবত’ ছবির পর বানসালির পরবর্তী প্রকল্প নিয়ে শুরু হয় জল্পনা। নিজের জন্মদিনকে সামনে রেখে এই নির্মাতা আসন্ন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।

প্রযোজনা সংস্থা বানসালি প্রডাকশনসের প্রধান নির্বাহী প্রেরণা সিং বলেছেন, ‘হ্যাঁ, ১৯ বছর পর একটি প্রেমের গল্পে সালমান খান ও সঞ্জয় লীলা বানসালির পুনর্মিলন হচ্ছে। ছবির কাহিনীর দিকে তাকালে তাঁদের যৌথতাই হবে সেরা।’

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শও মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এই ‘ব্রেকিং নিউজ’ শেয়ার করেছেন। টুইট-বার্তায় তিনি লেখেন, ‘সঞ্জয় লীলা বানসালি ও সালমান খান একটি প্রেমের ছবিতে ১৯ বছর পর এক হচ্ছেন। শিগগিরই এ ছবির কাজ শুরু হবে।’

১৯৯৬ সালে ‘খামোশি : দ্য মিউজিক্যাল’ দিয়ে পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন বানসালি। এই পরিচালক-প্রযোজকের ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তি পায় ১৯৯৯ সালে, যেখানে অভিনয় করেন সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অজয় দেবগন। বানসালির ‘সাওয়ারিয়া’ ছবিতে বিশেষ দৃশ্যে দেখা গিয়েছিল সালমান খানকে, এ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর কাপুর ও সোনম কাপুরের।

সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর ভারতীয় সংস্করণ। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে আরো অভিনয় করছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা। চলতি বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি।

আগামী এপ্রিলে মধ্য প্রদেশের মহেশ্বরে ‘দাবাং থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। তৃতীয় কিস্তিতেও সালমান ও সোনাক্ষি সিনহা যথাক্রমে চুলবুল পান্ডে ও রজো চরিত্রে অভিনয় করবেন। দক্ষিণী তারকা সুদীপও এ ছবিতে অভিনয় করবেন। সূত্র : ইন্ডিয়া টিভি