অবশেষে এক হলে মুক্তি পাচ্ছে ‘হৃদয়ের রংধনু’

Looks like you've blocked notifications!

অবশেষে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র  ‘হৃদয়ের রংধনু’। আগামী  শুক্রবার রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে  ছবিটি দেখতে পাবেন দর্শক।

২০১৪ সালে  ছবিটির  শুটিং  শুরু হয়। প্রায় দুই বছর সময় নিয়ে এর শুটিং শেষ  হয় ২০১৬ সালে।  টানা দুই বছর সেন্সর বোর্ডে  আটকে থাকার পর মুক্তি পাচ্ছে এটি। ছবিটি পরিচালনা করেছেন রাজীবুল হোসেন।

ছবিটি  মুক্তির দেরির কারণ জানিয়ে  রাজীবুল হোসেন বলেন, ‘গল্পের  প্রয়োজনে  ছবিটি  নির্মাণ  করতে  আমাদের  সময় লেগেছে বেশি। আর সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর কোনো কারণ  ছাড়াই ছবিটি আটকে থাকে দুই বছর। আমরা উচ্চ আদালতে গিয়ে এর সেন্সরের অনুমতি পেয়েছি।  এ কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হলো। ’

একটি মাত্র হলে মুক্তি পাচ্ছে জানিয়ে রাজীবুল হোসেন বলেন, ‘সিনেমা হলের প্রদর্শকরা ছবিটি  চালাতে অনীহা প্রকাশ করছেন। তাঁদের মতে এটা লাভজনক সিনেমা হবে না। এ কারণে শুধু সিনেপ্লেক্সে  ছবিটি মুক্তি পাচ্ছে। পরবর্তী সময়ে আমরা সারা দেশে এর বিকল্প প্রদর্শনীর  ব্যবস্থা  করব।’

‘হৃদয়ের রংধনু’ ছবিতে দেশি শিল্পীর পাশাপাশি বিদেশি শিল্পীরাও অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।