এনটিভিতে নাটক ‘মেঘবালিকার জন্য রুপকথা’

Looks like you've blocked notifications!
‘মেঘবালিকার জন্য রুপকথা’ নাটকের একটি দৃশ্যে অপর্না ও অনি। ছবি : সংগৃহীত

কবি জয় গোস্বামীর কবিতা ‘মেঘবালিকার জন্য রূপকথা’ ও কবি শুভ দাশ গুপ্তর কবিতা ‘প্রেম’ অবলম্বনে ফরিদ উদ্দিন মোহাম্মদ নির্মাণ করেছেন নাটক ‘মেঘবালিকার জন্য রুপকথা’।

এনটিভিতে আজ  শুক্রবার রাত  ৯টা৫ মিনিটে প্রচারিত  হবে নাটকটি। এতে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, অপর্না ঘোষ, তাসনুভা তিশা প্রমুখ।

পরিচালক ফরিদ উদ্দিন মোহাম্মদ  জানান, শুভ দাশ গুপ্তর ‘প্রেম’ কবিতার সেই প্রেমিক ছেলেটিই জয় গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’র আজন্ম মেঘবালিকাকে খুঁজে বেড়ানো সেই বোহেমিয়ান কবি। ‘মস্ত করে লিখতে’ বলা মেঘবালিকাকে খুঁজতে খুঁজতে কবির সাথে দেখা হয়ে যায় বৃষ্টির। বিষন্নতায় ঘেরা বৃষ্টি ভালোবেসে ফেলে কবিকে কিন্তু হাওয়ায় ভাসিয়ে দেয়া ‘এক পৃথিবী’ লেখা নোঙর ফেলে মেঘবালিকার আঙিনায়। কবি ও মেঘবালিকার প্রেম শুরু হতে না হতেই ‘স্বপ্নপোকা’ বাসা বাঁধে কবির মাথায়। শুরু হতে থাকে কবিতার মত সুন্দর আর হাহাকারের গল্প।