Beta

ভালোবাসা দিবসে তিশা-জোভানের ‘অচেনা আলো’

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯

ফিচার ডেস্ক
‘অচেনা আলো’ নাটকের একটি দৃশ্যে তিশা ও জোভান। ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘অচেনা আলো’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

এতে অভিনয় করেছেন তানজিন তিশা, জোভান, সাবেরী আলম, জিয়াউল হাসান কিসলু, আনন্দ খালেদ, আরেফিন প্রমুখ।

নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘প্রেম করে কেউ ইতিহাস হয়। কেউ দীর্ঘশ্বাস ফেলে। অচেনা আলো দুদিকের আবহকে দর্শকের সামনে তুলে ধরবে।’

পরিচালক অনন্য ইমন বলেন, ‘আমি কখনো স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো কাজ করতে চাই না। ভালো গল্প, যথার্থ শিল্পী ও সুনির্মাণের যথেষ্ট সুযোগ থাকলেই কাজ করি। আশা করি, দর্শক এই নাটকটি দেখলেই তা বুঝবে। এর গল্পে দেখা যাবে, তিশা ও জোভান একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তিশার সৎ গুণাবলি জোভানকে মুগ্ধ করে। কিন্তু তিশা কোনো ছেলের সঙ্গে কথা বলে না। কেন, সেটা নাটকটি দেখলে সবাই বুঝতে পারবেন। ’

এনটিভিতে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘অচেনা আলো’।

Advertisement