‘রাত্রির যাত্রী’ আসছে আগামী শুক্রবার

Looks like you've blocked notifications!

মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। আগামী শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সারা দেশে ছবিটি মুক্তি পাচ্ছে। মৌলিক গল্পের ছবি হিসেবে দর্শক ছবিটি দেখবেন বলে আশা প্রকাশ করেন পরিচালক।

দর্শক কেন ছবিটি দেখবে—জানতে চাইলে পরিচালক হাবিব বলেন, ‘এই ছবিটি দর্শক দেখবে, কারণ ছবিটি মৌলিক গল্পের পরিচ্ছন্ন একটি চলচ্চিত্র। গল্পের চরিত্রগুলো শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই ছবিটি দর্শক দেখবেন। অনেক ছবি আছে, যেগুলো শুরু হলেই দর্শক বুঝে ফেলে ছবির শেষে কী হবে। কিন্তু এই ছবিটির পরের সিক্যুয়েন্সও দর্শক অনুমান করতে পারবে না। শেষ পর্যন্ত ছবিটি দেখতে ভালো লাগবে, তাই দেখবে দর্শক। ছবিটি আসলে দর্শকদের কথা ভেবেই নির্মাণ করা হয়েছে। তাই দর্শক ছবিটি দেখবে।’

হাবিব আরো বলেন, ‘আমি গল্পের চরিত্রগুলো যাঁদের দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, তাঁরা সবাই দেশের পরীক্ষিত শিল্পী। তাঁরা সবাই কাজ দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। আমার এই ছবির গল্পটাও তাঁরা দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।’

হাবিব দর্শকদের প্রতি অনুরোধ রেখে বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করা হয় শুধু দর্শকশ্রেণিকে চিন্তা করে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে এসে ছবিটি দেখুন। এখন অনেক নির্মাতাই ভালো কিছু নির্মাণ করছেন। তাঁদের কাজকে উৎসাহিত করুন। ছবি দেখে গঠনমূলক আলোচনা করুন, যা থেকে নতুনরা আরো ভালো কিছু শিখতে পারে, আরো ভালো কাজ করার উৎসাহ পাই।’

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমা ‘রাত্রির যাত্রী’। ২০১৫ সালের ২০ অক্টোবর এফডিসিতে মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়। ছবিতে আনিসুর রহমান মিলন ও মৌসুমী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, সম্রাট, শহীদুল আলম সাচ্চু, মারজুক রাসেল, নায়লা নাঈম প্রমুখ।