আমাকে নিয়ে ভুয়া ভিডিও ও ট্রল হচ্ছে : জেসিয়া

Looks like you've blocked notifications!
মডেল জেসিয়া ইসলাম । ছবি : সংগৃহীত

সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটে একটি অভিযোগ দায়ের করেছেন। বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জেসিয়া ইসলাম বলেন, ‘আমাকে নিয়ে ভুয়া ভিডিও ও ট্রল হচ্ছে। এ কারণে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটে একটি অভিযোগ দায়ের করেছি। ফেক ভিডিও বানিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার মানসে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইন্টারনেটে ভুয়া কন্টেন্ট ছড়াচ্ছে। মূলত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এডিসি নাজমুল ভাইয়ের কাছে এই অভিযোগ দায়ের করলাম। আমি আশাবাদী, শত আস্থার এই প্রতিষ্ঠান এই খারাপ লোকগুলোকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে এবং ওই সব ভুয়া কনটেন্ট ইন্টারনেট থেকে মুছে দেবে।’

জেসিয়া ইসলাম মডেলিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। নাটকে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এডিসি নাজমুল ইসলামের সঙ্গে জেসিয়া। ছবি : সংগৃহীত