মম-নাঈমের ‘তোমায় ফিরে পাওয়া’

Looks like you've blocked notifications!
‘তোমায় ফিরে পাওয়া’ নাটকের একটি দৃশ্যে নাঈম ও মম। ছবি : সংগৃহীত

রোমান্টিক গল্পের নাটক ‘তোমায় ফিরে পাওয়া’ যৌথভাবে লিখেছেন তপু খান ও রশিদুর রহমান। একক নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও এফ এস নাঈম।

আরো অভিনয় করেছেন  জাকি আহম্মেদ, শিখা খান, ডালিম ও  সুজন। রিশাদ চরিত্রে নাঈম এবং জারা চরিত্রে মম অভিনয় করেছেন।

নাটকটি  আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। পরিচালক আনিসুর রহমান রাজীব ‘তোমায় ফিরে পাওয়া’ সম্পর্কে বলেন, ‘এক  বছর ধরে জারা ও রিশাদের মধ্যে প্রেম। রিশাদ একটু কেয়ারলেস টাইপের ছেলে। সময় জ্ঞান রিশাদের একদম নেই। তারপরও জারা সব কিছু মানিয়ে নিয়ে দুজনের সম্পর্ক অটুট রেখেছে। রিশাদের মা বিয়ের জন্য রিশাদকে চাপ প্রয়োগ করে। পাত্রী দেখার দায়িত্ব দেয় রিশাদের  মা তার ভাই ডালিমকে। ডালিম খুব দায়িত্বশীল মানুষ। রিশাদ মায়ের কথায় গুরুত্ব দিয়ে ঘটনাটা বলে জারাকে। রিশাদ চায় জারা যেন তার মায়ের সাথে দেখা করে। জারা রিশাদের বাসায় আসে। রিশাদের মা  জারাকে খুব পছন্দ করে এবং বিয়ের সম্মতি দেয়। ঘটনাক্রমে জারা বিয়েতে পরে রাজি হয় না। এরপর  শুরু হয় নতুন গল্প।’