ছবি মুক্তি পেলেও প্রচারে নেই দুই নায়িকা

Looks like you've blocked notifications!
‘দাগ হৃদয়ে’ ছবির দৃশ্যে বিদ্যা সিনহা মিম ও আঁচল আঁখি। ছবি : জিডি পিন্টু

সারা পৃথিবীতেই নিজের ছবি মুক্তির আগে প্রচারে অংশ নেন অভিনয়শিল্পীরা। ভারতে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়েও নিজের ছবি প্রচার চালাতে দেখা যায় তারকাদের। তবে বাংলাদেশে চিত্রটি ভিন্ন। বেশিরভাগ ছবি মুক্তির সময় বিপাকে পড়েন পরিচালক ও প্রযোজকরা। ছবির প্রচারে অংশ নেন না তারকা শিল্পীরা।

আজ দেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তারেক শিকদার পরিচালিত চলচ্চিত্র ‘দাগ হৃদয়ে’। ছবিতে নায়ক বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা বিদ্যা সিনহা মিম ও আঁচল আঁখি। অথচ ছবি মুক্তির আগে দুই নায়িকার কেউই ছবির প্রচারে অংশ নেননি বলে জানিয়েছেন ছবির প্রযোজক কামাল আহম্মেদ।

এনটিভি অনলাইকে কামাল আহম্মেদ বলেন, ‘বেশ সাড়া পাচ্ছি চলচ্চিত্র নিয়ে। তবে মনে কিছুটা ব্যথাও রয়েছে। কারণ, আমার ছবির দুই নায়িকা কেউই ছবির প্রচারে অংশ নেননি। তবে বাপ্পী চৌধুরী সাধ্যমতো চেষ্টা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ।’

কামাল আরো বলেন, ‘আমি দুজন নায়িকার সঙ্গেই প্রচারণার বিষয়ে কথা বলেছিলাম। আঁচল তো প্রচারণার জন্য প্রস্তুত ছিলেন। গত সপ্তাহে ছবির ট্রেইলার মুক্তির পর আঁচল প্রচার থেকে সরে দাঁড়ান। আমাকে ফোন করে জানিয়েছেন, ছবিতে নাকি তাঁর গুরুত্ব কম দেখানো হয়েছে। একই অভিযোগ করে নায়িকা মিমও ছবির প্রচার থেকে দূরে রয়েছেন। মিমও আমাকে বলেছেন, ছবিতে নাকি তাঁর গুরুত্ব কমিয়ে দিয়েছি। তাই তিনি ছবির প্রচারে আসবেন না।’

বিষয়টি নিয়ে অভিযোগ করে কামাল বলেন, ‘আমরা একটি গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করি। গল্পের চরিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য শিল্পীর প্রয়োজন হয়। আমি তো কাউকে বড় করার জন্য ছবি নির্মাণ করিনি। গল্পের প্রয়োজনে যাকে যতটা প্রয়োজন ব্যবহার করেছি। আমি দর্শকদের জন্য চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আশা করি, সবাই ছবিটি পছন্দ করবেন।’

ছবির প্রচার নিয়ে ‘দাগ হৃদয়ে’র নায়ক বাপ্পী বলেন, ‘আমি আমার মতো ছবির প্রচারণায় অংশ নিয়েছি। সঙ্গে যদি দুই নায়িকাকে পেতাম, তাহলে আরো ভালো হতো। তারপরও সবাই আমার পাশে আছে, সকাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনলাইনে ছবির প্রশংসা করছে। এটা আমার বড় পাওয়া।’

ছবি মুক্তির সময় প্রচারে অংশ না নেওয়া প্রসঙ্গে নায়িকা মিম বলেন, ‘আসলে আমি যখন কাজটা করেছি, তখন ছবির গল্প শুনেই কাজ করেছি। যে কারণে চরিত্র নিয়ে আমার কোনো অভিযোগ নেই। প্রচারণায় আমি ছিলাম না, কারণ আমার পেমেন্ট এখনো বাকি আছে। পুরো পেমেন্ট তাঁরা আমাকে দেননি। আমি প্রযোজক কামাল সাহেবের কাছে বিষয়টি জানিয়েছি। তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি।’

নায়িকা মিমের অভিযোগটি তুলে ধরলে প্রযোজক কামাল আহম্মেদ জবাবে বলেন, ‘আমার ছবির জন্য যত টাকায় মিম চুক্তিবদ্ধ হয়েছিলেন, তত টাকা উনাকে পরিশোধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুদিন বেশি শুটিং করতে হয়েছে। যে কারণে তিনি আমার কাছে বাড়তি কিছু টাকা চেয়েছেন, যা আমি দিতে পারিনি।’

নায়িকা আঁচল তিন দিন ধরে ইন্দোনেশিয়ায় একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। ছবির প্রচার-সংক্রান্ত বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

‘দাগ হৃদয়ে’ ছবিটির গল্প লিখেছেন ছবির প্রযোজক কামাল আহম্মেদ। ছবিটির জন্য চিত্রনাট্য করেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।