Beta

বললেন অর্জুন

বাড়ির সামনে ভিড় জমাবেন না, প্লিজ!

১০ জানুয়ারি ২০১৯, ২৩:০৩

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। ছবি : সংগৃহীত

বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের দীর্ঘদিনের প্রেম সম্পর্কে কে না জানেন। এ যুগল প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন। বি-টাউনে জোর গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তাঁরা।

বেশ কয়েক সপ্তাহ ধরে এই যুগল বিভিন্ন অনুষ্ঠান, ডিনার পার্টিতে একসঙ্গে যোগ দিয়ে ভক্তদের হৃদয়ে ঝড় তুলছেন। ঘর থেকে বের হলেই এ যুগল বন্দি হচ্ছেন ফটোসাংবাদিকদের ক্লিকে।

খবরে প্রকাশ, রাত হলেই অর্জুন ও মালাইকার বাড়ির সামনে ঠাই দাঁড়িয়ে থাকেন চিত্রসাংবাদিকেরা। ‘নমস্তে ইংল্যান্ড’ তারকা অর্জুন বলেছেন, বাইরে যতখুশি ছবি তুলুন চিত্রসাংবাদিকেরা, তাই বলে বাড়ির সামনে এত ভিড়! প্রাইভেসি বলে তো একটা কথা আছে, সেটাও কি মানবেন না তাঁরা?

সাংবাদিকদের প্রতি অর্জুনের অনুরোধ, তাঁরা যেন মালাইকা ও তাঁর বাড়ির সামনে ভিড় না জমান।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ খবর নিশ্চিত করেছেন অর্জুনের ব্যক্তিগত কর্মকর্তাও। বলেছেন, ‘হ্যাঁ, অর্জুন সাংবাদিকদের অনুরোধ করেছেন। এসব কারণে তাঁদের বাড়ির আশপাশের বিল্ডিংগুলোতে থাকা মানুষগুলো বেশ অস্বস্তিতে পড়ছেন। এবং তাঁরা (সাংবাদিকেরা) হাসিমুখে তাঁর কথা মেনে নিয়েছেন।’

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, এই বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৪৫ বছরের মালাইকা ও ৩৩ বছরের অর্জুন।

ভারতের নামকরা বিনোদন সংবাদমাধ্যম বলিউড বাবল একটি সূত্রের বরাত দিয়ে ‘নিশ্চিত’ করেছে, আগামী মার্চেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা-অর্জুন। মার্চের শেষ দিকে শুরু হয়ে বিয়ের অনুষ্ঠান চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত।

মালাইকা অরোরার ঘনিষ্ঠ একজন ওই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তাঁর (মালাইকা) বড় পরিকল্পনা সম্পর্কে তিনি পুরো টিমকেই জানিয়েছেন। তিনি চান, ওই দিনগুলোতে যেন প্রত্যেককে কাছে পান। কিছুটা গোপনীয়ভাবে বিয়ের অনুষ্ঠান হলেও বিবাহোত্তর অভ্যর্থনা হবে বড় পরিসরে।’

সম্প্রতি এ যুগলের ঘনিষ্ঠজন নির্মাতা-প্রযোজক করণ জোহর তাঁদের প্রেমের কথা স্বীকার করেছেন। তবে অর্জুন ও মালাইকা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

১৯৯৮ সালে সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা অরোরা। বিয়ের ১৯ বছর পর ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের ঘরে ১৬ বছরের ছেলেসন্তানও আছে। বিচ্ছেদের পরেই অর্জুনকে প্রকাশ্যে আনেন মালাইকা।

অন্যদিকে মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ইতালির মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন। বিভিন্ন স্থানে এ যুগলকে একসঙ্গে দেখা যায়। কিছুদিন আগে প্রেমের কথা স্বীকার করেছেন আরবাজ খান।

গেল বছর সোনম কাপুর-আনন্দ আহুজা, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস বিয়ের পিঁড়িতে বসেন। এ বছর আরো রাজকীয় বিয়ের আয়োজন দেখতে উন্মুখ বি-টাউনের অনুরাগীরা।

Advertisement