Beta

ফের পেছাল ‘টোটাল ধামাল’

০৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৭

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা অজয় দেবগন, মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর। ছবি : সংগৃহীত

ফের পেছাল ‘টোটাল ধামাল’ সিনেমার মুক্তি। অভিনেতা জাভেদ জাফরি জানিয়েছেন, নির্মাতারাই সিনেমার মুক্তি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নিয়ে গেছেন। আর এর কারণ নাকি সিনেমায় ব্যবহৃত ‘বিশেষ ইফেক্ট’।

সম্প্রতি ভাই নাভেদ জাফরির সঙ্গে জাভেদ একটি হস্তশিল্প মেলায় যান। সেখানেই তিনি এ কথা জানান। আগে বলা হয়েছিল সিনেমাটি ৭ ডিসেম্বর মুক্তি পাবে। এরপর নির্মাতারা ২২ ডিসেম্বর মুক্তির দিন ঠিক করেন।

জাভেদ জাফরি বলেন, ‘এই সিনেমায় প্রচুর স্পেশ্যাল ইফেক্ট রয়েছে। তাতে সময় লাগছে। তাড়াহুড়া করে মুক্তি দিতে গিয়ে ছবির গুণগত মানে আপস করার পক্ষপাতী নন নির্মাতারা।’

ধামাল সিরিজের তৃতীয় সিক্যুয়েল ‘টোটাল ধামাল’। ছবির পরিচালক ও সহ প্রযোজক ইন্দ্র কুমার।  প্রথম সিনেমার অভিনেতা আরশাদ ওয়ারশি, জাভেদ জাফরি ও রিতেশ দেশমুখের সঙ্গে এখানে নতুন মুখও দেখা যাবে।

জাভেদ বলেন, ‘এখানে ইরানি, অজয় দেবগন, জনি লিভার, সঞ্জয় মিশ্র ছাড়াও আরশাদ ওয়ারশি, রিতেশ দেশমুখসহ আমি রয়েছি।’ ছবিতে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতকেও দেখা যাবে।

জাভেদ ও তাঁর ভাই নাভেদ ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত টিভিতে ‘বুগিউগি’ নামে একটি ড্যান্স শো পরিচালনা করতেন। ফের তেমন কোনো পরিকল্পনা আছে কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ঠিক বুগিউগি নয়, তবে নাচ ও কমেডি মিলিয়ে একটা শোর পরিকল্পনা চলছে।’

শোনা যাচ্ছে, ‘টোটাল ধামাল’ ছবিতে ‘মুংরা’ গানে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খান ও ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে। সূত্র : এনডিটিভি

Advertisement