Beta

জায়েদ ও শাহরিয়াজের ‘প্রতিশোধের আগুন’

০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৮

‘প্রতিশোধের আগুন’ ছবির দৃশ্যে জায়েদ খান ও শাহরিয়াজ। ছবি: মাজহার বাবু

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছেন জায়েদ খান ও শাহরিয়াজ। মনে হয়, কাউকে তাড়া করছেন। পাশেই একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন তাঁরা। দ্রুত বাইক থেকে নেমে সামনে এগিয়ে গেলেন। এমন দৃশ্যে অভিনয় করতে দেখা গেল এ দুই নায়ককে।

মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ ছবির শুটিং চলছিল গতকাল হাতিরঝিলে অবস্থিত প্রিয়াংকা শুটিং স্পটে। এদিনই শেষ হয় ছবির শুটিং। শুটিংয়ে অংশ নেন নায়ক জায়েদ খান, শাহরিয়াজসহ আরো অনেকে। ছবিতে তাঁদের বিপরীতে অভিনয় করছেন মৌ খান ও অস্ট্রেলিয়াপ্রবাসী নবাগত নায়িকা নাজ।

পরিচালক আসলাম বলেন, ‘ছবির শুটিং শেষ। এডিটিংও এগিয়ে রেখেছি। পোস্ট প্রোডাকশনের বাকি কাজ শেষ করে আগামী মাসে ছবিটি সেন্সরে দেবো। একেবারেই পারিবারিক একটি গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করছি। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’

শুটিং প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘রাজপথে এখন বাইক চালাতে একটু ভয় করে, কারণ এখন আগের মতো আর অভ্যাস নেই। মনে আছে যখন ফাইভে পড়ি, তখন বড় ভাইয়ের বাইক লুকিয়ে নিয়ে চালিয়ে ছিলাম। দুর্ঘটনাও করেছিলাম। তারপর খুব একটা চালানো হয়নি। তবে গত বছর গ্রামের বাড়ি পিরোজপুর গিয়েছিলাম, তখন বাইক চালিয়েছি। এরপর এই শুটিংয়ে চালাচ্ছি।’

বাইক চালানো নিয়ে শাহরিয়াজ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বাইক চালাতে পছন্দ করি। কিন্তু চলচ্চিত্রে আসার পর তা আর কন্টিনিউ করতে পারিনি। কারণ, একদিন পরিচালক ওয়াজেদ আলী সুমন স্যার বলেছিলেন, তোমার হাতে বেশ কিছু কাজ রয়েছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কাজগুলোর সমস্যা হবে। তাই আমি যেন বাইক না চালাই। তবে শুটিংয়ের প্রয়োজনে বাইক চালানোটা এনজয় করি।’

‘প্রতিশোধের আগুন’ ছবিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন মৌ খান। শাহরিয়াজের বিপরীতে অভিনয় করছেন অস্ট্রেলিয়াপ্রবাসী নবাগত নায়িকা নাজ।

Advertisement